অনুষ্কার শর্মার প্রযোজনায় আসছে ‘পরী’ ছবির পর দ্বিতীয় হরর ফ্লিক বুলবুল। পরীর পর দ্বিতীয়বার পরমব্রত চট্টোপাধ্যায় কাজ করলেন অনুষ্কার সঙ্গে। পরমের পাশাপাশি একঝাঁক বাঙালি তারকা রয়েছেন ‘বুলবুল’-এ। রয়েছেন পাওলি দাম, রাহুল বোস, অবিনাশ তিওয়ালি, তৃপ্তি দিমরি। এই ছবিতে পাওলির মাথা ন্যাড়া লুকে একেবারে প্রথমেই নজর কেড়েছেন দর্শকের।

অ্যামাজন প্রাইমে অনুষ্কার ‘পাতাললোক’ ছবিটি দারুণভাবে সাড়া ফেলেছে। এবার নায়িকার আরও একটি নয়া প্রযোজনা নেটফ্লিক্সের সঙ্গে। এটিই অনুষ্কা ও নেটফ্লিক্সের প্রথম কাজ।
বুধবারই মুক্তি পেয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রযোজিত সিনেমা বুলবুল-এর ফার্স্ট লুক। একটা হাড়হিম করা গা ছমছম এই গল্পের ট্রেলার মুক্তি পেল শুক্রবার। একটি বাংলা উপকথার ভিত্তিতে তৈরি হয়েছে ছবির গল্প।

ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, একটি অল্পবয়সী মেয়ে। তাঁর জীবনের এক ভিন্ন কাহিনি এবং ডাইনির সঙ্গে তার সম্পর্ক। এই নিয়ে গল্প লিখেছেন পরিচালক অনবিতা। হররের মোড়কে রয়েছে দারুণ একটা গল্প এবং সঙ্গে রহস্য-কল্পনা মিলিয়ে একটা অন্য ব্যাপার। যা চট করে মোড় ঘুরিয়ে দিচ্ছে গল্পের।
গত বুধবারই মুক্তি পেয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রযোজিত সিনেমা বুলবুল-এর ফার্স্ট লুক। যেখানে একটি নারীকে আকাশে উড়তে দেখা যাচ্ছে এবং তার পা রয়েছে উল্টানো। ছবির ট্রেলার দেখেই হাড় হিম হয়ে যাবে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। টানটান রহস্যে মোড়া এই ছবি আসছে আগামী ২৪ জুন।