Monday, January 12, 2026

বঙ্গ-বিজেপির একাধিক নেতার কেন্দ্রীয় নিরাপত্তা ফেরত নেওয়া হচ্ছে

Date:

Share post:

বঙ্গ-বিজেপির একাধিক নেতার ‘সিকিউরিটি রিভিউ’-এর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। দেখা হবে, বিজেপির এই নেতাদের জীবন কতখানি ‘বিপন্ন’৷ এদের কেন্দ্রীয় নিরাপত্তা আদৌ প্রয়োজন কি না, তা মূল্যায়ন করা হচ্ছে৷ সূত্রের খবর, বিজেপি করছে বলেই যাকে তাকে এভাবে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর নির্দেশেই এই ‘সিকিউরিটি রিভিউ’৷ জানা গিয়েছে, বাংলা বিজেপির অধিকাংশ নেতার এ ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নেবে কেন্দ্র৷

অন্য দল থেকে আসা নব্য বিজেপি নেতা-নেত্রীদের রাজ্য কমিটিতে উচ্চপদে ঠাঁই দেওয়া এবং অন্য দল থেকে আসা নগন্য কিছু তথাকথিত নেতা-নেত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা পাইয়ে দেওয়া ঘিরে রাজ্য বিজেপির অন্দরে অসন্তোষ জমা হচ্ছে। অভিযোগ গিয়েছে অমিত শাহের কাছেও৷ দলের রাজ্য কমিটিতে আদি নেতাদের বঞ্চিত করার দায় দিল্লির উপর চাপিয়ে রেহাই পেতে চাইছে রাজ্য নেতৃত্ব৷ কিন্তু ‘এক আনার নেতাদের’ কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে মুখ খুলছে না রাজ্য নেতারা৷ বঙ্গ-বিজেপির অন্দরের খবর, দলের মধ্যে এই ‘নিরাপত্তা-ইস্যু’ চেপে বসেছে৷ এই চাপ সামাল দিতে কয়েকজন নেতার নিরাপত্তা তুলে নিতে রাজ্য বিজেপি বলেছে দিল্লিতে৷ সূত্রের দাবি, সে কারনেই বঙ্গ-নেতাদের সিকিউরিটি রিভিউয়ের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। একাধিক কেন্দ্রীয় এজেন্সি সেই কাজ শুরুও করেছে। এই রিভিউয়ের মূল উদ্দেশ্য, ওই সব নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা আদৌ প্রয়োজন কি না, তা খতিয়ে দেখা৷
দলের অন্দরের খবর, রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় দলের এক কেন্দ্রীয় পদাধিকারী যাকে তাকে সিকিউরিটি পাইয়ে দিয়েছেন। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বড় আমলার সঙ্গে বোঝাপড়া করেই এ কাজ হয়েছে। বিনিময়ে ওই আমলার স্ত্রীকে গত লোকসভা ভোটে বিজেপির টিকিটও দেওয়া হয়েছিল। কিন্তু এখন অমিত শাহ দায়িত্বে আসার পর এই বেআইনি পথে নতুনভাবে কাউকে নিরাপত্তা পাইয়ে দেওয়া অসম্ভব হয়ে গিয়েছে ।

এই সব কারনেই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা জানতে রিভিউ শুরু হয়েছে। ভিন দল থেকে আসা বহু নেতা কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন জানিয়েছেন। কিন্তু তা এখন কতটা পাওয়া যাবে, বা আদৌ পাওয়া যাবে কি’না সন্দেহ৷

spot_img

Related articles

এক গ্রাম থেকেই ১১০০ মানুষকে SIR নোটিশ! পথ অবরোধ করে সুরাহা দাবি

এসআইআর হয়রানি যে বাংলার বৈধ ভোটারদের হয়রান করার জন্য, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার...

৫ বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়

ব্যক্তিগত সমস্যা, কোভিড, শারীরিক অসুস্থতা সবমিলিয়ে জেরবার ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chattopadhyay)। পরিচালনার পাঠ একপ্রকার চুকিয়েই দিয়েছিলেন...

ফের শিক্ষক নিয়োগে সুখবর: ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ

ফের শিক্ষক নিয়োগে সুখবর। নির্বাচনের আগেই ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে স্কুল...

সোলানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু নাবালকের, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু

হিমাচল প্রদেশের সোলানে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire incident)! সোমবার ভোরে আর্কি এলাকার এক পুরোনো বাস স্ট্যান্ডে আগুন লেগে...