Sunday, January 11, 2026

চিন থেকে কী কী জিনিস আমদানি হয়, শিল্পমহলের কাছে বিস্তারিত তালিকা চাইল কেন্দ্র

Date:

Share post:

চিন থেকে ভারতে যেসব পণ্য আমদানি হয় তার তালিকা বানিয়ে পেশ করার জন্য শিল্পমহলকে বলল কেন্দ্র। এইসঙ্গে কোন কোন পণ্য চিন থেকে না আনালেই নয় সেগুলিও চিহ্নিত করতে বলা হয়েছে। এর ফলে সরকার বুঝতে পারবে কোনগুলি অত্যাবশ্যক আর কোনগুলি আমদানি করার জন্য অাদৌ জরুরি নয়, অর্থাৎ স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব। চিন সীমান্তে উত্তেজনা বাড়ায় সরকার ধাপে ধাপে যে পদক্ষেপগুলি নেওয়ার কথা ভাবছে তার মধ্যে অন্যতম এই বাণিজ্যের বিষয়টি। এর মাধ্যমে চিনের প্রতি নির্ভরশীলতা কতটা কীভাবে কমানো যায় তা খতিয়ে দেখা শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের সঙ্গে সমতা রেখে চিনের উপর নির্ভরশীলতা কমাতে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি) বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের কাছে চিন থেকে আমদানি করা পণ্যের তালিকা সোমবারের মধ্যে চেয়ে পাঠিয়েছে। এর মধ্যে থাকছে অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল, খেলনা, প্লাস্টিক, ফার্নিচার ইত্যাদি ক্ষেত্র। এক্ষেত্রে সরকার স্বল্পমেয়াদী মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী কৌশল নেওয়ার পথে হাঁটতে চাইছে। যেমন স্বল্পমেয়াদে কিছু চিনা পণ্য ব্যবহার করা হবে। মধ্যমেয়াদে আমদানির বিকল্প তৈরির সময় নেওয়া হবে। আর দীর্ঘমেয়াদে ভারতেই সেগুলি উৎপাদনের হাব গঠন করা হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে চিনা সংস্থার যৌথভাবে কাজ করার ক্ষেত্রে বাধানিষেধ জারি করার পর এবার নজর দেওয়া হবে বেসরকারি ক্ষেত্রেও ‌ তেমন কিছু পদক্ষেপ করা। ইতিমধ্যেই কিছু ব্যবসায়ী সংগঠনও চিনা পণ্য বয়কটের ডাক দিয়ে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে ।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...