পূর্ব লাদাখ সীমান্তে অব্যাহত ভারত-চিন বিবাদ। এই আবহে ভারত ও চিনকে সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলার পরামর্শ দিচ্ছে নেপাল। গত সোমবার গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান শহিদ হন।

এদিকে ভারতের অঞ্চলকে নেপালের মানচিত্রে উল্লেখ করে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে সেদেশের সরকার।বিহারে নেপাল সীমান্তে গুলি চালিয়েছে নেপালি সেনা। তাতে মৃত্যু হয়েছে এক ভারতীয়র। নেপালের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত এবং চিন দুজনেই প্রতিবেশী। আমরা আশা করছি দুই দেশই নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেবে।
