Monday, November 17, 2025

৩৭০ ধারা বিলোপ থেকে অখণ্ড বাংলার প্রসঙ্গ তুলে প্রয়াণ দিবসে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধার্ঘ্য বিজেপির

Date:

Share post:

আজ, ২৩ জুন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৬৭ তম প্রয়াণ দিবস। এই উপলক্ষ্যে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে “বলিদান দিবস” হিসেবে পালন করলো রাজ্য বিজেপি। প্রতিবছরের মতো এবছরও বিজেপির তরফ থেকে এই দিবস পালন করা হচ্ছে । কেওড়াতলা মহাশ্মশানে সকালেই পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। এদিন শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সৌমিত্র খাঁ-সহ রাজ্য বিজেপির নেতারা।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “শ্যামাপ্রসাদ মুখার্জীকে নিয়ে না কোনও বিতর্ক আছে, না তাঁর কোনও মূর্তি নিয়ে বিতর্ক আছে। তাঁর অবদান কখনও অস্বীকার করা যায় না। তিনি দেশের জন্য যা করেছেন তা যুগ যুগ ধরে সকলে মনে রাখবে।”

তিনি আরও বলেন, “শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল কাশ্মীর থেকে ৩৭০ ধারা এবং ৩৫-এ বিলুপ্ত করা হবে, তা আজ সফল হয়েছে। তিনি যে অখণ্ড বাংলার স্বপ্ন দেখতেন তা পূরণ হয়েছে। কিন্তু তাঁর হিন্দু বেঙ্গলি-হোমল্যান্ড আজ বিপন্ন। বাংলাদেশের সঙ্গে যোগ হতে যাচ্ছে। কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তাঁর সেই স্বপ্নও পূরণ করবো।”

এর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, “বিজেপির একমাত্ৰ আইকন শ্যামাপ্রসাদ মুখার্জী নন। যাঁরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, তাঁরা সবাই বিজেপির কাছে আইকন। যাঁরা ফটো নিয়ে রাজনীতি করেন, তাঁদের দলে তিনি নেই।”

অন্যদিকে রাহুল সিনহা জানিয়েছেন, “ভারতবর্ষের জন্য এবং সমগ্র দেশবাসীর জন্য ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি যা করেছেন, তাঁর অবদান অবিশ্বাস্য। তিনি পশ্চিমবঙ্গের জন্য যা করেছেন, তা কখনও রাজ্যের মানুষ ভুলতে পারবেন না ।শুধু পশ্চিমবঙ্গ নয়, আজ পঞ্জাবকে ভারতের অন্তর্ভুক্ত করায় শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান অনস্বীকার্য।”

এর পাশাপাশি রাহুল সিনহা আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, “কাশ্মীরে ৩৭০ ধারা এবং ৩৫-এ ধারা শ্যামাপ্রসাদ মুখার্জী বিলুপ্ত করার দাবি নিয়ে কাশ্মীরে গেছিলেন। এবং সেখানে তাঁকে হত্যা করা হয় ষড়যন্ত্র করে। কিন্তু আজ নরেন্দ্র মোদি সরকারের তত্ত্বাবধানে কাশ্মীরে ৩৭০ এবং ৩৫-এ ধারা বিলোপ করা হয়েছে। অর্থাৎ, শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান কখনই ভোলা সম্ভব নয়।”

একইসঙ্গে রাহুল সিনহা বলেন, “কলকাতা পোর্ট ট্রাস্ট-এর নাম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা একদম যথোপযুক্ত হয়েছে।”

spot_img

Related articles

কল্যাণের বোমা-বন্দুক অভিযোগ! রাজভবনে পুলিশ-বম্ব স্কোয়াড নিয়ে বিস্ফোরক খুঁজবেন রাজ্যপাল

বোমা-বন্দুক মজুত রাখা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে (Raj Bhavan) বিশেষ তল্লাশি...

বিতর্কে জর্জরিত কেরলের প্রথম মহিলা ডিজিপি এবার পঞ্চায়েতে বিজেপি প্রার্থী

বিতর্ক তাঁর পিছু ছাড়েনি! একসময়ের কেরালার দুঁদে আইপিএস, 'রেইড শ্রীলেখা' এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত জয়ের স্বপ্ন...

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...

অযোগ্যদের ইন্টারভিউয়ে ডাক! একাদশ-দ্বাদশের ফল নিয়ে অভিযোগে হাই কোর্টে ফের মামলা

বিতর্ক আর মামলা পিছু ছাড়ছে না এসএসসি-র। সদ্য SSC ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। এবার সেই ফল নিয়ে...