Thursday, January 1, 2026

ফুলবাগান হত্যাকাণ্ড: সুপারি কিলার খুঁজেছিলেন অমিত, হিটলিস্টে ছিলেন শ্যালকও

Date:

Share post:

স্ত্রী ও শাশুড়িকে খুন করে আত্মঘাতী হওয়ার ঘটনায় ক্রমশ মিলছে নয়া তথ্য। শুধু স্ত্রী শ্বশুর-শাশুড়ি নয়, অমিত আগরওয়ালের হিটলিস্টে ছিলেন তাঁর শ্যালকও। সেই কারণে শিল্পীর ভাই বিনীত ঢনঢনিয়াকে বারবার রামকৃষ্ণ সমাধি রোডে শ্বশুরের ফ্ল্যাটে আসার জন্য জোর করেন তিনি। কর্মসূত্রে বিনীত থাকেন গুরুগ্রামে। পুলিশের কাছে শিল্পীর ভাই অভিযোগ করেছেন, স্ত্রীর পরে অমিতের টার্গেট ছিলেন তাঁর মা-বাবা ও তিনি। সেই কারণে তাঁকে ১৫ মিনিটের জন্য হলেও, রামকৃষ্ণ সমাধি রোডের ফ্ল্যাটে আসার জন্য চাপ দিয়েছিলেন অমিত।

অমিতের হিন্দিতে লেখা ৬৭ পাতার সুইসাইড-নোট থেকে জানা যায়, প্রথমে এই হত্যাকাণ্ডের জন্য সুপারি কিলারের খোঁজ করছিলেন তিনি। এজন্য বিহার এবং তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন অমিত আগরওয়াল। কিন্তু খোঁজ শুরুর মধ্যেই লকডাউন শুরু হয়ে যাওয়ায় সেই সন্ধান আর করতে পারেননি।
এরপরে নেটে এ বিষয়ে লেখাপড়া শুরু করেন।
প্রথমে শুধু স্ত্রী শিল্পীকেই খুন করতে চেয়েছিলেন। কারণ, ছেলেকে অসম্ভব ভালবাসতেন অমিত। তাকে ছেড়ে থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। অন্তত সুইসাইড নোটে সেটাই লিখেছেন তিনি। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন। তাঁর এবং তাঁর স্ত্রীর বিচ্ছেদের জন্য শ্বশুরবাড়িকে দায়ী করে তাঁদেরকেও নিজের হিটলিস্টে আনেন।
অমিত আগরওয়াল সোমবার, ঘটনার দিন বিকেল তিনটে ৫৬ মিনিটে ছেলেকে নিয়ে নেতাজি সুভাষ বিমানবন্দরে নামেন। বন্ধুকে ফোন করে বিমানবন্দরে ডেকে পাঠান তিনি। ছেলেকে বেলঘড়িয়া দাদা প্রদীপ আগরওয়ালের বাড়িতে পৌঁছে দিতে অনুরোধ করেন। বন্ধুকে বলেন, সেক্টর ফাইভে তাঁর একটি কাজ আছে। তারপর সেখান থেকে তিনি একটি ক্যাব ভাড়া নেন। ক্যাবে করে তিনি গিয়ে নামেন রামকৃষ্ণ শ্বশুরবাড়ি থেকে বেশ খানিকটা দূরে। বাকি পথ হেঁটে গিয়েছিলেন। তদন্তকারীদের অনুমান, এর মাঝখানে কোনও একটি আবাসনে একজনের সঙ্গে দেখা করতে যান তিনি। এবং সেখান থেকেই আগ্নেয়াস্ত্র জোগাড় করেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। কারণ, বিমানে করে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা তাঁর পক্ষে সম্ভব ছিল না। কীভাবে অমিত খুনের অস্ত্র জোগাড় করলেন এবং তাঁর এই পরিকল্পনায় আর কেউ সামিল ছিলেন কি না সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

spot_img

Related articles

সাংবাদিক নিগ্রহের ভিডিও মুছল NDTV! মিডিয়ায় পুঁজিবাদী আগ্রাসন নিয়ে তীব্র কটাক্ষ অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে অশ্রাব্য...

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে লাগাম টানতে উদ্যোগ! নয়া ‘অ্যাকশন প্ল্যান’ চালুর পথে রাজ্য

নতুন বছরের শুরুতেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে রাজ্যস্তরে ‘স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান’ চালুর পথে হাঁটছে রাজ্য সরকার। আগামী...

BSL: ঘরের মাঠে হার সুন্দরবনের, দুরন্ত জয় মেদিনীপুরের

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন...

পাটশিল্পের সমস্যা মেটানোর দাবি জানিয়ে গিরিরাজকে কড়া চিঠি ঋতব্রতর

পাটশিল্পের দায়িত্ব আংশিকভাবে কেন্দ্রের। তারপরেও বঙ্গ সফরে এসে পাটশিল্পের খারাপ অবস্থা নিয়ে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার...