Wednesday, December 24, 2025

দুর্ঘটনায় মৃত পূর্ত দফতরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 

Date:

Share post:

পথ দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ত দফতরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। মৃতর নাম সঞ্জীব চক্রবর্তী। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছ মালবাজার মহকুমার চালসা-বাতাবাড়িমুখী ৩১ নম্বর জাতীয় সড়কের ধূপঝোরা মোড় এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। সঙ্কটজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, এদিন রাতে ওই ইঞ্জিনিয়ার-সহ দুজন জাতীয় সড়ক ধরে চালসা থেকে বাতাবাড়ির দিকে যাচ্ছিলেন। ধূপঝোরা মোড়ে উল্টো দিক থেকে একটি গাড়ি এসে ওই গাড়িটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। গাড়িটি র সামনের দিক দুমড়েমুচড়ে যায়। গাড়ির সামনে থাকা দুই ব্যক্তি ও পিছনের একজন গাড়িতেই চাপা পড়ে যান।
খবর পেয়ে মাটিয়ালি থানার ওসি মুরালি মোহন সাহা সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। গাড়িতে চাপা পড়ে যাওয়া ব্যক্তিদের গাড়ি থেকে তাঁরাই টেনে বের করেন। ওই এলাকায় তখন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেসকিউ টিমের কর্ণধার তথা জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন কাউন্সিলর স্বরূপ মন্ডল। তিনি সবাইকে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যান। ইঞ্জিনিয়ারকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । বাকিদের চিকিৎসা চলছে। ঘাতক গাড়িটিকে শুরু হয়েছে তল্লাশি।

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...