পূর্ব লাদাখ-অরুণাচলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করল কেন্দ্র

প্রতিরক্ষার স্বার্থে পূর্ব লাদাখ এবং অরুণাচল প্রদেশ সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করল কেন্দ্র। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ তথা আইটিবিপি ৪০ কোম্পানি সেনা মোতায়েন করেছে। দুই অঞ্চল মিলিয়ে মোট ৪ হাজার জওয়ান রয়েছেন।

সীমান্ত রক্ষার স্বার্থে সেনাবাহিনী ইতিমধ্যেই সরঞ্জাম প্রস্তুত করেছে সেনা বাহিনী। এদিকে লে-র আকাশে যুদ্ধ বিমান এবং বায়ুসেনার হেলিকপ্টার টহল দিচ্ছে। তারা প্রকৃত নিয়ন্ত্রণরেখার দিকে পাক খেয়ে চলে আসছে। পাহাড়ে যুদ্ধ করার ব্যাপারে দক্ষ শিখ, গোর্খা, আইটিবিপি মিলিয়ে ১০ হাজার জওয়ান করে মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দুই দেশের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়। ১১ ঘণ্টার বৈঠক শেষে চিন জানায়, পূর্ব রাধার সীমান্ত থেকে পিছু হটতে রাজি তারা। কিন্তু এক্ষেত্রে চিনকে আর বিশ্বাস করতে পারছে না ভারত। বৈঠক শেষে কেন্দ্র জানিয়েছে, চিন সেনা হটানোর প্রক্রিয়া শুরু করলে তারপর পদক্ষেপ নেবে ভারত।

Previous articleদুর্ঘটনায় মৃত পূর্ত দফতরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 
Next articleঅভিনব প্রতিবাদ : বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে ছিপ ফেললেন বাসিন্দারা !