লকডাউনের বিধিনিষেধ আর একটু শিথিল করল সরকার। রাজ্য ৪৮ ঘন্টা আগেই লকডাউনের সময় সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। আনলক-২ পর্ব শুরু হচ্ছে ১ জুলাই থেকে। রাতে লকডাউনের বিধিনিষেধের কড়াকড়ির সময়সীমা আগের চেয়ে কমিয়ে দিল রাজ্য। এতদিন রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ছিল এই কড়াকড়ি। মুখ্যমন্ত্রী জানালেন, অনেকেই রাত ৯টার মধ্যে বাড়ি ফিরতে পারছেন না। তাই এই কড়াকড়ি রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি করা হলো।
