Monday, January 12, 2026

সীমান্তে যুদ্ধের আবহ, সমরসজ্জায় ভারতীয় ফৌজ

Date:

Share post:

সীমান্তে পুরোদস্তুর যুদ্ধের আবহ৷

“প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের দিকে নির্মাণ বন্ধ করতেই হবে চিনকে৷ না হলে মিলিটারি স্ট্যান্ডঅফ চলবেই৷” চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি শুক্রবার ঠিক এই ভাষায় বেজিং-কে সতর্ক করার পরই কার্যত সমরসজ্জায় নেমেছে ভারতীয় ফৌজ৷

সূত্রের খবর, উত্তর ভারতের সব সেনা ঘাঁটি ও বায়ুসেনা ঘাঁটি থেকে সেনা, কামান, এয়ার সার্ভেইল্যান্স র‌্যাডার, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, সব নিয়ে যাওয়া হচ্ছে লাদাখে৷ চণ্ডীগড় এয়ারবেস থেকে ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার ‘মূল্যবান ও গুরুত্বপূর্ণ’ কার্গো নিয়ে যাচ্ছে লাদাখে৷ খরচ হচ্ছে ট্রিপ-প্রতি ১০ লক্ষ টাকা৷
একইসঙ্গে, লাদাখে ৪৫ হাজার সেনা পৌঁছে দেওয়ার কাজও শুরু করেছে বায়ুসেনা৷ এক কথায়, ঘর গোছানোর কাজ শুরু হয়ে গিয়েছে ভারতের তরফে৷ গোটা পরিস্থিতি নিঃসন্দেহে যুদ্ধকালীন ৷

জানা গিয়েছে, ডিবিও, ফুকচে ও নিয়োমা, এই তিন অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডই অ্যাক্টিভেট করা হয়েছে৷ সব বিমানঘাঁটির অভিমুখই এখন চিনের দিকে৷ নৌসেনার মাল্টিটাস্কার P-8I আকাশে টহল দেওয়া শুরু করেছে৷ নজর রাখছে চিন সেনার গতিবিধি৷ একইসঙ্গে
লাদাখে চিনের সঙ্গে থাকা ১, ৫৯৭ কিমি সীমান্তের ৬৫টি পয়েন্টে সেনা টহল আরও বাড়ানো হয়েছে৷
গালওয়ান ভ্যালি, দেপসাং, প্যাংগং ও উত্তর সিকিমে নাকু লা-র প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ পরিস্থিতির উপযোগ মতো নির্মাণকাজও চলছে৷

গত প্রায় ২ মাস ধরে ভারত-চিন সীমান্তে মুখোমুখি দু’পক্ষ৷
পরের পর আলোচনা চললেও সমস্যার কোনও সমাধান হয়নি ৷ বরং উত্তেজনা আরও বাড়ছে৷

ওদিকে, স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে, চিন সেনাও ট্যাঙ্ক, মিসাইল ইউনিট, যুদ্ধ বিমান জড়ো করছে সীমান্তে৷ দেখা যাচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ভারতের দিকের অংশে পরিকাঠামো তৈরি করছে চিন৷ প্যাংগঙে ফিঙ্গার ফোরের কাছে একটি হেলিপ্যাডও তৈরি হয়েছে৷

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...