ফের কেন্দ্রকে তীব্র আক্রমন করলেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। আজ, শনিবার এক সাংবাদিক সম্মেলনে পিএম কেয়ার্স নিয়ে নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করেন তিনি।

তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থাকলেও আলাদা করে করা হয়ছে বিশেষ ফান্ড। এর কোনও অডিট হবে না। পরিযায়ী শ্রমিকদের কোনওরকম ব্যবস্থা করতে ব্যর্থ কেন্দ্র। গরিব কল্যাণ রোজগার যোজনা অভিযান থেকে পশ্চিমবঙ্গকে পরিকল্পিত ভাবে বাদ দিয়েছে কেন্দ্র।

একইসঙ্গে এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে একটানা তিন সপ্তাহ ধরে দেশজুড়ে লাগাতার
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ। আর কেন্দ্র এ ব্যাপারে নীরব। এমনটাই বললেন দেবাশিস কুমার।
