নন্দীগ্রাম আন্দোলের সময় প্রায় প্রতিদিনই খেজুরি জায়গা করে নিত সংবাদ শিরোনামে। তৎকালীন শাসক দল সিপিএম এবং বিরোধী তৃণমূলের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি, খুনোখুনির ঘটনা লেগেই থাকতো। এরপর রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে। ক্ষমতায় আসে তৃণমূল। কিন্তু শাসক কিংবা বিরোধী বদলালেও খেজুরিতে বদলায়নি রাজনৈতিক হিংসার ঘটনা।

আজ, রবিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি। এদিন দু’পক্ষের সংঘর্ষে মুড়িমুড়কির মতো বোমা পড়লো। চলল গুলি। অভিযোগ, ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বিজেপির জেলা সম্পাদক পবিত্র দাস।

পাশাপাশি, ঘর-বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। এর জেরে হেঁড়িয়ার ১১৬বি জাতীয় সড়কও অবরোধ করেন বিজেপি কর্মীরা।
