দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এবার গত ২৪ ঘণ্টার নিরিখে ভারতে করোনায় আক্রান্ত হলেন ১৯ হাজার ৪৫৯ জন। এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮০ জন রোগীর। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের সেই অনুযায়ী আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪৭৫ জনের। এখন দেশে চিকিৎসাধীন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ১২০ জন। তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ২১ হাজার ৭২২ জন করোনাজয়ী।
