যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে ফিরছেন, তাঁদের নিয়ে করোনা ওয়ারিয়র ক্লাব করছেন রাজ্য। ঘোষণা মুখ্যমন্ত্রীর। এঁরা করোনা রোগীদের নানাভাবে সাহায্য করবেন। উৎসাহিত করবেন। এঁদের দৈনিক ভাতা ও অন্যান্য সুবিধে দেওয়া হবে। ইতিমধ্যেই ৬০ জন যুক্ত হয়েছেন। মুর্শিদাবাদ থেকে শুরু। সব জেলায় হবে।
