করোনার কোপে এবার বঙ্গ বিজেপি? সূত্রে খবর, ৬মুরলিধর সেন লেনে রাজ্যবিজেপি সদর দফতরের আশপাশে করোনার দাপাদাপি শুরু হয়েছে। তারই মাঝে খবর, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর আপ্ত সহায়ক করোনা আক্রান্ত। যার জেরে তাঁর স্ত্রী ও মায়েরও করোনা পরীক্ষা হয়েছে। রিপোর্ট আসবে মঙ্গলবার। কোনও ঝুঁকি না নিয়ে সায়ন্তন গেলেন হোম কোয়ারেন্টাইনে।

এদিকে খবর, হঠাৎ জ্বরে পড়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। লকেট চট্টোপাধ্যায়ও আপাতত নিজেকে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যাচ্ছে, রাজ্য বিজেপির আই টি সেলের এক কর্মীও জ্বরে ভুগছেন। আপাতত তাঁকে ছুটিতে থাকতে বলা হয়েছে। খুব স্বাভাবিক ভাবে এই খবরে আতঙ্কে ভুগছেন বিজেপি দফতরের অন্যান্য কর্মীরাও।

একইসঙ্গে, বিজেপির রাজ্য অফিসে চালু হলো নতুন নিয়ম। জরুরি কাজ ছাড়া করোনা পরিস্থিতিতে দফতরের দরজা সকলের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। নেতা-কর্মী থেকে শুরু করে সাংবাদিক, সবার ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এর মধ্যে আরও একটি খবর শোনা যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ নাকি বদলে ফেলছেন নিজের বাস ভবনের ঠিকানা। তিনি নাকি সল্টলেক সেক্টর ফাইভ সংলগ্ন বাড়ি ছেড়ে নিউটাউনে টাটা সেন্টারের কাছে উঠছেন। আর সেই কারণেই নাকি আপাতত কিছুদিন সেন্ট্রাল এভিনিউয়ে বিজেপি সদর দফতরে আসতে পারবে না দিলীপবাবু।
