লকডাউনের জের, ফল-সবজি বিক্রি করছেন অভিনেতারা

লকডাউনের ফলে কাজ হারিয়েছেন এই সংখ্যা কম নয়। বন্ধ হয়েছে বহু কল কারখানা। এমনকী সিনেমা এবং সিরিয়ালের শুটিংও বন্ধ। আপনি সমস্যায় পড়েছেন পার্শ্বচরিত্রে অভিনেতা থেকে কলাকুশলীরা। করোনা আবহে এবার সবজি, ফল বিক্রি করছেন অভিনেতারা।

আমির খানের ‘‌গুলাম’‌ ছবিতে অভিনয় করেছিলেন জাভেদ হায়দর। টিভি সিরিয়ালে অভিনয় করেছে তিনি। ২০১২ সালে ‘‌জিনি অর জুজু’‌ পরিচিত দিয়েছিল তাঁকে। তাঁর এই ইতিবাচক মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। তবে জাভেদ হায়দর একা নন। ফল বিক্রি করে সংসার চালাচ্ছেন অভিনেতা সোলাঙ্কি দিবাকর। ‘‌হাওয়া’‌, ‘‌সোনচিড়িয়া’‌, ‘‌ড্রিম গার্ল’‌, ‘‌তিতলি’‌ ছবিতে অভিনয় করেছেন সোলাঙ্কি। বাড়িতে আছে তাঁর দুই সন্তান। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দিল্লির রাস্তায় ফল বিক্রি করছেন তিনি।

Previous article‘যিনি শাঁখা-সিঁদুর পরেন না, তিনি বিয়ে নামক প্রতিষ্ঠানটাই মানেন না,’ হাইকোর্টের মন্তব্যে চাঞ্চল্য
Next articleবাসা বদলাচ্ছেন দিলীপ, জ্বরে ভুগছেন লকেট, করোনার কোপে সায়ন্তনের পরিবার! সত্যিটা কী?