মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি,তারপরেও অমিল বেসরকারি বাস

মঙ্গলবার, মুখ্যমন্ত্রী জানিয়েছেন বেসরকারি বাস রাস্তায় না নামলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সমস্ত বেসরকারি বাস হেফাজতে নিয়ে চালাবে সরকার।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেও মুর্শিদাবাদের রাস্তায় নামল না একটিও বেসরকারি বাস। চরম ভোগান্তিতে যাত্রীরা।
উল্টে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে বুধবার থেকে মুর্শিদাবাদে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠন। ফলে সমস্যায় নিত্যযাত্রীরা।
