Friday, December 26, 2025

*মন্ত্রিসভা এবং দলে বৃহত্তম রদবদলে মোদি! রাজধানীতে তুমুল জল্পনা*

Date:

Share post:

দিনকয়েকের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং শাসক বিজেপি দলের শীর্ষস্তরে ইদানিং কালের বৃহত্তম রদবদল হতে চলেছে৷ অনেকদিন ধরেই এ ধরনের জল্পনা চলছিলো, এখন আর তা ফেলে রাখতে চাইছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

দিল্লির নির্ভরযোগ্য সূত্রের খবর, প্রথমে দলে বড় ধরনের পরিবর্তন করার পরই রদবদল হবে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ৷

অসমর্থিত সূত্রে আপাতত শোনা যাচ্ছে :

◾ কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েক জন হেভিওয়েট মন্ত্রীকে সরকারি দায়িত্ব থেকে সরিয়ে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে নিয়ে আসা হচ্ছে৷

◾আসন্ন বিহার নির্বাচনকে মাথায় রেখে মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। তিনি বিহারের ভূমিপুত্র। বিহার বিজেপি’র সাংগঠনিক শীর্ষে বসানো হতে পারে
বর্তমান আইনমন্ত্রীকে৷ পরিস্থিতি অনুসারে ঠিক করা হবে রবিশঙ্কর প্রসাদ-কে বিহার বিজেপি’র ‘মুখ’ করা হবে কি’না৷

◾চিন-সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের ভূমিকায় কার্যত ‘হতাশ’ প্রধানমন্ত্রী৷ এই দুই মন্ত্রকে পরিবর্তন প্রায় নিশ্চিত৷

◾যে প্রত্যাশায় অর্থমন্ত্রী পদে নির্মলা সীতারমনকে আনা হয়েছিলো, তা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি৷
দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে নির্মলাকে সরানো হতে পারে পদ থেকে। এবার তিনি সরছেন৷ সম্ভবত অর্থমন্ত্রী পদে বসতে চলেছেন শিল্প-বাণিজ্য ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷

◾দল ও মন্ত্রিসভায় রদবদল নিয়ে প্রধানমন্ত্রী দিনকয়েক আগে কথা বলেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে৷ সেই বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও৷
সূত্রের খবর, এই বৈঠকে
একে একে তলব করা হয়েছিলো একাধিক হেভিওয়েট মন্ত্রীকে৷ অতীতে প্রধানমন্ত্রী বহুবার বলেছেন, পারফরম্যান্স-ই শেষ কথা৷ ঠিক মতো কাজ না করতে পারলে, সরতে হবে৷ জানা গিয়েছে, ওই বৈঠকে এক এক করে হেভিওয়েট মন্ত্রীদের ডেকে এ কথাই ফের বলেছেন প্রধানমন্ত্রী৷

রাজধানীর ক্ষমতার অলিন্দে এখন তুমুল জল্পনা চলছে দুটি নাম নিয়ে৷ প্রথম নাম, অমিত শাহ এবং দ্বিতীয় নাম
নীতিন গড়কড়ি৷ জানা গিয়েছে, আগামী রদবদলে প্রভূত ক্ষমতার অধিকারী হতে চলেছেন শাহ – গড়কড়ি৷ শোনা যাচ্ছে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের এক্তিয়ারের বদল ঘটানো হচ্ছে৷ সীমান্তে চিন, পাকিস্তান, নেপাল- সহ নানা ফ্রন্টেই উত্তেজনা বাড়ছে৷ সীমান্তের উত্তেজনার সঙ্গে অঙ্গাঙ্গীভাবেই জড়িত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি৷ এই দুই মন্ত্রক আলাদা হাতে থাকলে কো-অর্ডিনেশনের অভাবে সিদ্ধান্ত নিতে অহেতুক সময় নষ্ট হয়৷ সে কারনেই অন্যরকম কিছু ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে৷ আর সেই দুই বড় দায়িত্বই না’কি পেতে চলেছেন অমিত শাহ এবং
নীতিন গড়কড়ি৷

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...