Monday, August 25, 2025

তামিলনাড়ুর থার্মাল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৬, আহত ১৭

Date:

Share post:

তামিলনাড়ুর থার্মাল পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১৭ জন। কাজ চলাকালীন বয়লার ফেটেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে তামিলনাড়ুর কুড্ডালোর জেলার একটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল প্ল্যান্টে কাজ চলাকালীন হঠাৎই বিস্ফোরণ ঘটে। মুহুর্তে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। বিস্ফোরণের শব্দ বহু দূর থেকেও পাওয়া যায়। স্থানীয়দের আশঙ্কা প্ল্যান্টের ভিতরে আরও কয়েকজন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। বিস্ফোরণের পরপরই উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা।
পুলিশের সঙ্গে তাঁরাও উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। এই প্রতিবেদন লখা পর্যন্ত পাওয়া খবরে বিস্ফোরণের জেরে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ১৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অভস্থা আশঙ্কাজনক। থার্মাল প্ল্যান্টটিতে কোনওভাবে বয়লার ফেটে গিয়েই বিপত্তি ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় প্ল্যান্টে। আগুন নেভাতে তৎপরতা নেন দমকলকর্মীরা। পুলিশের সঙ্গে উদ্ধারকাজেও ঝাঁপিয়ে পড়ে দমকল বিভাগ। দমকল আধিকারিকরা জানিয়েছেন, বয়লারে কোনও ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। এব্যাপারে প্ল্যান্টের আধিকারিকদের সঙ্গেও কথা বলা হবে।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভয়াবহ এই বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন। বিস্ফোরণ নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামীর সঙ্গেও কথা বলেছেন অমিত শাহ।

অন্যদিকে, থার্মাল প্ল্যান্টে বিস্ফোরণে মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী। আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

spot_img

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...