আনন্দবাজারের বিরুদ্ধে জাতীয়তাবাদ বিরোধী কাজকর্মের অভিযোগ তথাগত রায়ের

বাংলার জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের বিরুদ্ধে মুখ খুললেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। ‘আনন্দবাজার পত্রিকা’র বিরুদ্ধে জাতীয়তাবাদ বিরোধী কাজকর্মের অভিযোগ এনেছেন তিনি। বুধবার টুইটারে সংবাদপত্রকে নিশানা করে তিনি লিখেছেন, “আনন্দবাজারে শি জিনপিং সম্বন্ধে উচ্ছ্বাস এবং আমাদের প্রধানমন্ত্রীকে ঠেস দিয়ে লেখার উদ্দেশ্য স্পষ্টতই ভারতীয় বাঙালিদের মধ্যে হীনম্মন্যতার জন্ম দেওয়া। এই কাজটির করার পিছনে কী অশুভ লক্ষ্য কাজ করেছে তা স্পষ্ট নয়। তবে চিনে কেউ এই কাজ করলে তাকে বাকি জীবনটা জেলে কাটাতে হত।” মেঘালয়ের রাজ্যপালের এহেন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। বরাবরই বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে আসেন তিনি।

Previous article‘আক্রান্ত’ দিলীপ: বিজেপির নবান্ন অভিযান ঘিরে যানজট দ্বিতীয় হুগলি সেতুতে
Next articleতামিলনাড়ুর থার্মাল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৬, আহত ১৭