Monday, August 25, 2025

সাতসকালে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দিল্লিতে: বর্ষণ চলবে, জানাল আইএমডি

Date:

Share post:

রবিবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি রাজধানীতে। এর সঙ্গে ২০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। আইএমডি-র তরফে রবিবার সকালেই টুইট করে জানানো হয়েছে যে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের আজ ভারী বৃষ্টি চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ দিল্লির সর্বাধিক তাপমাত্রা বেশ অনেকটাই কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
শনিবার পর্যন্ত রাজধানী শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া ছিল যথেষ্টই গরম। তবে রবিবার সকালের বৃষ্টিতে এক ধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে দিল্লিতে। মৌসম ভবন জানিয়েছে, আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে দিল্লিতে। সারাদিন ধরেই বৃষ্টি চলবে দিল্লি এবং সংলগ্ন এলাকায়। আজ সকালেই ঘন কালো মেঘে ঢেকে যায় চারপাশ।

এ বছর নির্ধারিত দিনে বর্ষা এসেছে দেশে। অর্থাৎ পয়লা জুন কেরলে ঢুকেছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। দেশের অন্যান্য প্রান্তেও নির্দিষ্ট সময়েই ঢুকেছে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের দু’সপ্তাহ আগেই সারা দেশে ছেয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে আবহবিদরা জানিয়েছিলেন, দিল্লি সংলগ্ন এলাকায় জুলাইয়ের ৩-এর পর থেকে মরশুমের বৃষ্টি শুরু হবে। এর কারণ স্বরূপ আবহবিদরা বলেছিলেন, পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা। হরিয়ানার দক্ষিণভাগ দিয়ে গিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। ক্রমশ উত্তর থেকে দক্ষিণে অগ্রসর হচ্ছে সেটি। আর এই নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের কারণেই দিল্লি সংলগ্ন এলাকায় জুলাইয়ের প্রথম সপ্তাহের আগে বৃষ্টির সম্ভাবনা নেই।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...