বাড়িতে করোনার চিকিত্‍সার নয়া গাইডলাইন প্রকাশ কেন্দ্রের

কম উপসর্গ আছে এমন করোনা রোগীদের বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এবার হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নতুন গাইডলাইন দিল কেন্দ্রীয় সরকার।

নতুন গাইডলাইনে বলা হয়েছে-

▪️রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা রোগীদের হোম কোয়ারেন্টাইনে রাখা যাবে না।
▪️৬০ বছরের ঊর্ধ্বে কম উপসর্গ থাকা নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি সাপেক্ষে বাড়িতে রেখে চিকিৎসা করানো যাবে। একইভাবে এইচআইভি পজিটিভ ও ক্যানসার রোগীদের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে।
▪️স্বাস্থ্য দফতর প্রতিদিন সংশ্লিষ্ট রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেবে।
▪️হোম আইসোলেশনে থাকা ব্যক্তি বা মহিলাদের শারীরিক অবস্থার রেকর্ড কোভিড পোর্টালে আপডেট করতে হবে।