Thursday, August 28, 2025

সাত দিনে পঁচিশবার! দেশে এত ভূমিকম্প কীসের ইঙ্গিত?

Date:

Share post:

গত সাতদিনে প্রায় পঁচিশবার। ভারতের নানা রাজ্যে অল্প মাত্রার ভূকম্পন হয়েছে। কিন্তু এত কম সময়ে এত ঘন ঘন ভূমিকম্প কি বড় কোনও বিপর্যয়ের ইঙ্গিত? ভূতাত্ত্বিকদের মধ্যে সেই সম্ভাবনার চর্চা শুরু হয়েছে।

রবিবার ফের একবার ভূমিকম্প হয় ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। মিজোরামের চম্পাইতে এই কম্পন অনুভূত হয়েছে। উৎসস্থলের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার। তার আগে শুক্রবার রাজধানী দিল্লিতে ভূমিকম্প হয় ৷ ভূমিকম্পের মান ছিল রিখটার স্কেলে ৪.৭ ৷ সেদিনও দিল্লির পাশাপাশি মিজোরামে দুপুরে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির পরিসংখ্যান অজানা আশঙ্কা বাড়াচ্ছে। গত ৭ দিনে ২৫ বার ভূমিকম্প হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে ৷ পরিসংখ্যান অনুযায়ী, ২৬ জুন ১০টি ভূমিকম্প হয়েছিল ৷ এরমধ্যে মিজোরাম ১, মেঘালয় ১, লাদাখ ১, হরিয়ানা ১, জম্মু-কাশ্মীরে মোট ৬ টি কম্পনের ঘটনা ঘটেছে। ২৭ জুন হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভূমিকম্প হয়৷ ২৮ জুন মণিপুরে দুটি. মেঘালয়ে একটি ও আন্দামানে একটি কম্পন হয় ৷ ৩০ জুন ফের হরিয়ানায় দুটি, জম্মু-কাশ্মীর একটি ভূমিকম্প হয়েছিল ৷
১ জুলাই মেঘালয়ে দুটি, জম্মু-কাশ্মীরে একটি ভূমিকম্প হয়। ২ জুলাই জম্মু-কাশ্মীরে আবার ভূমিকম্প হয় ৷ ৩ জুলাই দিল্লি, নিকোবর ও মিজোরামে ভূমিকম্প হয় ৷

এভাবে একের পর এক ভূমিকম্পে দেশের নানা প্রান্ত কেঁপে ওঠায় আশঙ্কার মেঘ ভূ-বিজ্ঞানীদের মনে। প্রায় প্রতিদিনই দিল্লি, লাদাখ, মিজোরাম, হরিয়ানার মত একাধিক এলাকায় ভূমিকম্প হচ্ছে। এই প্রসঙ্গে মার্কিন জিওলজিক্যাল সার্ভে-র রিপোর্ট বলছে, কোনও জায়গায় ছোট ছোট একাধিক কম্পন পর পর হওয়ার অর্থ বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে । যদিও নিশ্চিতভাবে তা যে হবেই, এমন কোনও অবশ্য বলা যায় না। ফলে এত ঘন ঘন ভূকম্পনে আশঙ্কাটা রয়েই যাচ্ছে।

spot_img

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...