Wednesday, January 7, 2026

বিজেপি সভাপতির মায়ের ভর্তিও আমরাই করাই: মমতা

Date:

Share post:

রাজ্যে করোনা সংক্রমণ এবং তার চিকিৎসা নিয়ে বিরোধীরা যতই রাজ্যকে সরকারকে তুলোধনা করুক না কেন, তবুও তিনি সবসময় দুর্দিনে সবার পাশে থাকেন মুখ্যমন্ত্রী। হাজরায় কলকাতা পুলিশের ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বিজেপির সভাপতির মা যখন কোভিড আক্রান্ত হয়েছিলেন, তখন তাঁর কোন দলের নেতা তাঁকে হাসপাতালে ভর্তি করার উদ্যোগ নেননি। এমনকী তাঁর ফোনও ধরেননি। মুখ্যমন্ত্রী বিষয়টি জেনে উদ্যোগ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। তিনি বলেন, “অসময় যাঁরা পাশে দাঁড়ায় না, তাঁদের সঙ্গে থাকবেন কেন? বাংলার মানুষ ভেবে দেখুন”।

কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’-এর প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজ্যের মাত্র মাত্র দেড় কোটি মানুষকে এই প্রকল্পের অধীনে সুবিধা দেওয়ার কথা হয়েছিল। তার মধ্যে রাজ্য সরকারকেও অনেকটা টাকা দিতে হত। সেই কারণেই সেই প্রকল্প প্রত্যাখ্যান করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ‘আয়ুষ্মান ভারত’ এর দু’বছর আগে রাজ্যে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় রয়েছেন সাড়ে সাত কোটি মানুষ। এই প্রকল্পের অধীন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা মেলে।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন, করোনার ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল বা সরকারের অধীনে থাকা বেসরকারি হাসপাতালগুলির খরচ সম্পূর্ণ বহন করছে রাজ্য সরকার। কোভিডের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা বীমা করে দিয়েছে রাজ্য। কোভিডের চিকিৎসার সুবিধার ক্ষেত্রে কোনো রাজনীতির রং দেখা হয় না। সেই প্রসঙ্গেই বিজেপি সভাপতির মায়ের উদাহরণ দেন মমতা।

spot_img

Related articles

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই...

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক...

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে...