Wednesday, August 27, 2025

বিজেপি সভাপতির মায়ের ভর্তিও আমরাই করাই: মমতা

Date:

Share post:

রাজ্যে করোনা সংক্রমণ এবং তার চিকিৎসা নিয়ে বিরোধীরা যতই রাজ্যকে সরকারকে তুলোধনা করুক না কেন, তবুও তিনি সবসময় দুর্দিনে সবার পাশে থাকেন মুখ্যমন্ত্রী। হাজরায় কলকাতা পুলিশের ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বিজেপির সভাপতির মা যখন কোভিড আক্রান্ত হয়েছিলেন, তখন তাঁর কোন দলের নেতা তাঁকে হাসপাতালে ভর্তি করার উদ্যোগ নেননি। এমনকী তাঁর ফোনও ধরেননি। মুখ্যমন্ত্রী বিষয়টি জেনে উদ্যোগ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। তিনি বলেন, “অসময় যাঁরা পাশে দাঁড়ায় না, তাঁদের সঙ্গে থাকবেন কেন? বাংলার মানুষ ভেবে দেখুন”।

কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’-এর প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজ্যের মাত্র মাত্র দেড় কোটি মানুষকে এই প্রকল্পের অধীনে সুবিধা দেওয়ার কথা হয়েছিল। তার মধ্যে রাজ্য সরকারকেও অনেকটা টাকা দিতে হত। সেই কারণেই সেই প্রকল্প প্রত্যাখ্যান করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ‘আয়ুষ্মান ভারত’ এর দু’বছর আগে রাজ্যে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় রয়েছেন সাড়ে সাত কোটি মানুষ। এই প্রকল্পের অধীন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা মেলে।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন, করোনার ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল বা সরকারের অধীনে থাকা বেসরকারি হাসপাতালগুলির খরচ সম্পূর্ণ বহন করছে রাজ্য সরকার। কোভিডের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা বীমা করে দিয়েছে রাজ্য। কোভিডের চিকিৎসার সুবিধার ক্ষেত্রে কোনো রাজনীতির রং দেখা হয় না। সেই প্রসঙ্গেই বিজেপি সভাপতির মায়ের উদাহরণ দেন মমতা।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...