Friday, November 7, 2025

মুকুলকে নিয়ে তাহলে কী করতে চায় বিজেপি?

Date:

Share post:

মুখে ভালো সম্পর্ক।

দিল্লিতে অমিত শাহের সঙ্গে সফল বৈঠক।
এদিকে ইডির নোটিশ!

মুকুল রায়কে নিয়ে কী করতে চাইছে বিজেপি?

সূত্রের খবর, নারদকাণ্ডে যে অভিযুক্তদের নোটিশ দিয়ে সাত বছরের আয়, ব্যয়, সম্পত্তির হিসেব চাওয়া হয়েছে, তার মধ্যে মুকুল রায়ের নাম আছে।
তিনি বিজেপিতে।
এবং কদিন আগেই অমিত শাহের সঙ্গে বৈঠক করে খোশমেজাজে ফিরেছেন দিল্লি থেকে।

তাহলে ইডির নোটিশে তিনি কেন?
বিশেষত যেখানে মুকুল বারবার বলেন তাঁকে ক্যামেরায় টাকা নিতে দেখা যায়নি।

এখানে জল্পনা হল, মুকুলশিবির যেখানে দিল্লির মন্ত্রিত্ব বা বড় দায়িত্বের আশা করছেন, সেখানে এই ইডির নোটিসে প্রতিবন্ধকতা তৈরি হবে না তো?

মুকুলঘনিষ্ঠদের একাংশের বক্তব্য, এই ইডির নোটিশ নিয়ে আদৌ উদ্বেগের কিছু নেই। এটা রুটিন কাজ। এতে তদন্তে নিরপেক্ষতা দেখানো যাবে। এতে মুকুল রায়ের উদ্বেগের কিছু নেই। সব নথি আছে। বরং মুকুল ক্লিন চিট নিয়ে বেরিয়ে বড় দায়িত্বের রাজনীতি করবেন। আর এই নোটিশের সঙ্গে দিল্লির দায়িত্বের সম্পর্ক নেই। দিল্লির দায়িত্ব আসবেই। মুকুলকে সামনে রেখেই ভোটে যাবে বিজেপি। তার আগে বিতর্কের কাদা মুছে দেওয়া চলছে।

আবার মুকুলশিবিরেরই অন্য অংশ বলছে, 2018 থেকে এই গল্প চলছে। এখনও সময় নষ্ট হচ্ছে। এতদিন দিল্লি কাজ করার পরিবেশ দেয়নি। এখন ভোটের আগে মুকুলকে কিছু দায়িত্বের কথা বলা হচ্ছে। আবার তার মধ্যেই ইডির নোটিশ কার্যত অন্য বার্তা। এতে মুকুলের পক্ষে নিজস্ব কৌশল সাজানো বিলম্বিত হচ্ছে।

সূত্রের খবর, মুকুল সল্টলেকেই নতুন বাড়িতে অফিস খুলেছেন। রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব এখনও স্পষ্ট। সরাসরি দিল্লির হস্তক্ষেপে বড় দায়িত্ব ছাড়া কাজের সুযোগ ও পরিসর নেই। নিজেকে অনেকটা গুটিয়েই রেখেছেন তৃণমূলের একদা নাম্বার টু এবং অধুনা বিজেপিনেতা মুকুল। দিল্লি তাঁর উপর নজরদারি চালাচ্ছে বলে আশঙ্কাতেও আছে তাঁর শিবির।

ফলে, যা পরিস্থিতি, তাতে বিজেপির দিল্লির নেতৃত্ব কোনো মন্ত্রিত্ব বা বড় দায়িত্ব দিলে মুকুল কাজ করতে পারবেন। অন্যথায় তাঁকে কাজের পরিসর তৈরির পথে যেতে হবে। বাড়িতে বসে থাকা আর দুএকটা ভার্চুয়াল সভায় দূর থেকে ভাষণ ছাড়া এই মুহূর্তে তাঁর কাজ নেই। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তাঁর টিমের মুকুলকে দরকার বলেও মনে হয় না। মুকুলশিবিরের আশা, ভোটের আগে অন্তত দিল্লি মুকুলকে বড়ভাবে সামনে এনে যুদ্ধে নামবেন। আপাতত এমন আশা নিয়েই ধৈর্য ধরে সবদিকে জল চাপছে মুকুল শিবির।

 

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...