Sunday, January 11, 2026

সিবিএসই- র সিলেবাস নিয়ে সাফাই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর

Date:

Share post:

কেন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় বাদ গেল তার জবাব এড়িয়ে গেলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল। উল্টে সরকারি সাফাই দিলেন পোখরিয়াল। নিজের বক্তব্যে টেনে আনলেন শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের পরামর্শের অজুহাত। যে গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়েছে তা নিছকই পড়ুয়াদের ওপর চাপ কমাতে বলে যুক্তি সাজিয়েছেন তিনি। এমনকী অন্যান্য বিষয়ের কথাও টেনে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার এ বিষয়ে টুইট করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল।

তিনি লিখেছেন, “আমাদের মূল লক্ষ্য পড়ুয়াদের ওপর চাপ কমিয়ে ৩০ শতাংশ সিলেবাস কম করা। এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও সুপারিশ অনুসরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাবিদদের পরামর্শ নেওয়া হয়েছে। সিবিএসই থেকে কিছু বিষয় বাদ দেওয়া নিয়ে অনেক মন্তব্য সামনে আসছে। সমস্যা হলো একটি বিষয়কে এখানে ভুলভাবে বর্ণনা করা হচ্ছে। জাতীয়তাবাদ, স্থানীয় প্রশাসন, নিরপেক্ষতার মতো ৩-৪টি বিষয় বাদ দেওয়া নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে। অন্যান্য অনেক বিষয়ে বিভিন্ন অংশ কমানো হয়েছে।”

পড়ুয়াদের উপর চাপ কমানোর নামে দেশভাগ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, নাগরিকত্ব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়েছে
সিবিএসই। আর এতেই তৈরি হয়েছে বিতর্ক। বর্তমান দেশের রাজনৈতিক আবহে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বাদ দেওয়া মোটেই ভাল চোখে দেখছেন না বিরোধীরা। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিবেচনার আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ এই অংশগুলি বাদ দিলে ভবিষ্যতে সমস্যায় পড়বে পড়ুয়ারা। কিন্তু সেসবে কর্ণপাত না করে সরকারের হয়ে সাফাই গাইলেন কেন্দ্রীয় মন্ত্রী।

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...