Monday, November 17, 2025

লকডাউনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই, দিলীপের দাবি উড়িয়ে জানালেন ফিরহাদ

Date:

Share post:

ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে গোটা রাজ্যজুড়ে কন্টেনমেন্ট জোনগুলিকে চিহ্নিত করে ফের আজ, বৃহস্পতিবার বিকেলে থেকে কঠোরভাবে লকডাউন জারি হয়েছে। আর তা নিয়েই এদিন তাল ঠুকেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি নাকি এই লকডাউনের পিছনে রাজ্য সরকার তথা শাসক দলের রাজনৈতিক অভিসন্ধি দেখছেন।

তারই জবাব দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই লকডাউনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।বিরোধীরা এই নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। কারণ, তারা রাজনীতির বাইরে কিছুই বোঝে না বলেও অভিযোগ করেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, ডাক্তার এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কোনও রাজনীতি করা হচ্ছে না। বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী কন্টেনমেন্ট জোন ভাগ করা হয়েছে। যাতে সংক্রমণ ছড়াতে না পারে।

তাঁর কথায়, শহর কলকাতা-সহ বাংলায় যেখানে যেখানে করোনা সংক্রমণ ছড়িয়েছে শুধুমাত্র সেই সমস্ত জায়গাগুলি কনটেন্টমেনট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং কনটেন্টমেনট জোনে যাঁরা সংক্রমিত আছেন, তাঁদের সম্পূর্ণ আলাদা করে থাকার কথা বলা হয়েছে। আর এই লকডাউনে যেন যাঁরা কনটেন্টমেনট জোনে আছেন, তাঁরা যেন কেউ বাড়ির বাইরে না বের হন, সেই বিষয়টি আরও একবার আলোকপাত করেছেন ফিরহাদ হাকিম।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, মানুষ যদি নিজে থেকে সতর্ক ও সচেতন না হয় তাহলে কিন্তু এই সংক্রমণ কখনও আটকানো যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাসাধ্য চেষ্টা করছেন করোনার সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায়। সেইসঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলেও তিনি জানিয়েছেন।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...