Monday, January 12, 2026

লকডাউনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই, দিলীপের দাবি উড়িয়ে জানালেন ফিরহাদ

Date:

Share post:

ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে গোটা রাজ্যজুড়ে কন্টেনমেন্ট জোনগুলিকে চিহ্নিত করে ফের আজ, বৃহস্পতিবার বিকেলে থেকে কঠোরভাবে লকডাউন জারি হয়েছে। আর তা নিয়েই এদিন তাল ঠুকেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি নাকি এই লকডাউনের পিছনে রাজ্য সরকার তথা শাসক দলের রাজনৈতিক অভিসন্ধি দেখছেন।

তারই জবাব দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই লকডাউনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।বিরোধীরা এই নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। কারণ, তারা রাজনীতির বাইরে কিছুই বোঝে না বলেও অভিযোগ করেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, ডাক্তার এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কোনও রাজনীতি করা হচ্ছে না। বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী কন্টেনমেন্ট জোন ভাগ করা হয়েছে। যাতে সংক্রমণ ছড়াতে না পারে।

তাঁর কথায়, শহর কলকাতা-সহ বাংলায় যেখানে যেখানে করোনা সংক্রমণ ছড়িয়েছে শুধুমাত্র সেই সমস্ত জায়গাগুলি কনটেন্টমেনট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং কনটেন্টমেনট জোনে যাঁরা সংক্রমিত আছেন, তাঁদের সম্পূর্ণ আলাদা করে থাকার কথা বলা হয়েছে। আর এই লকডাউনে যেন যাঁরা কনটেন্টমেনট জোনে আছেন, তাঁরা যেন কেউ বাড়ির বাইরে না বের হন, সেই বিষয়টি আরও একবার আলোকপাত করেছেন ফিরহাদ হাকিম।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, মানুষ যদি নিজে থেকে সতর্ক ও সচেতন না হয় তাহলে কিন্তু এই সংক্রমণ কখনও আটকানো যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাসাধ্য চেষ্টা করছেন করোনার সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায়। সেইসঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলেও তিনি জানিয়েছেন।

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...