আইন নিজের হাতে তুলে নিয়েছে যোগী সরকার, বিকাশ দুবের এনকাউন্টারের নিন্দায় ফিরহাদ

উত্তর প্রদেশের গ্যাংস্টার “ডন” বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, “আইন কখনও নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। সর্বদা সংবিধানের ওপর ভরসা রাখতে হয়। ভারতবর্ষের নিজস্ব সংবিধান আছে, তার ওপরই সবাইকে নির্ভর করতে হয়। আর সংবিধান মেনেই সব কাজ করা উচিত”।

বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম মনে করেন, টেররিস্ট ধরা সরকার বা প্রশাসনের কাজ। কিন্তু নিজে টেরোরিস্ট হয়ে যাওয়া সরকারের কাজ নয়।

উত্তর প্রদেশের যোগী অদিত্যনাথ রাজত্বকে কটাক্ষ করে তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে সংবিধান অনুযায়ী শাস্তি হওয়া উচিত, তা সে যত বড়ই অপরাধী হোক না কেন।

Previous article‘এটিকে-মোহনবাগান’ সংযুক্তিকরণ ভারতীয় ফুটবলকে নতুন দিশা দেখাবে, স্পষ্ট মত মানসের
Next articleমহামারির ভ্যাকসিন এবছর না, সংসদীয় বৈঠকে জানাল কেন্দ্র