রেফার-চক্রে পড়ে প্রাণ হারানোর অভিযোগ তরুণের। ছেলের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই থানায় অভিযোগ দায়ের করলেন মা।

“বেলঘরিয়ার মিডল্যান্ড নার্সিংহোমের হাতে লেখা কোভিড পজেটিভ রিপোর্ট প্রাণ কেড়েছে এবং শুভ্রজিৎ চট্টোপাধ্যায়কে মেরে ফেলা হয়েছে”- এই অভিযোগের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের দাবি করলেন শ্রাবণী চট্টোপাধ্যায়। ১০, ১১ তারিখ তাঁদের সঙ্গে যে ব্যবহার হয়েছে তার সি সি টিভি ফুটেজ সামনে আনা ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বেলঘড়িয়া থানায় মামলা দায়ের করছেন শুভ্রজিতের মা শ্রাবণী।
তিনি প্রশ্ন তোলেন-
বেলঘরিয়া মিডল্যান্ড নার্সিংহোম ৩ মিনিটে কী করে কোভিড পজেটিভ রিপোর্ট দিতে পারে?
বাকি হাসপাতালগুলি ওই হাতে লেখা রিপোর্টকে মান্যতা দিয়ে একজনকে কোভিড হাসপাতালে পাঠালেন?

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অমান্য করে বেড থাকা স্বত্ত্বেও কেন রোগী ফেরানো হচ্ছে?


এই নিয়ে তদন্তের দাবি জানিয়েছে চট্টোপাধ্যায় পরিবার।
