Friday, July 4, 2025

মুরগি চোর! বিজেপি পঞ্চায়েত প্রধান মেরেছে ২ কোটি!

Date:

Share post:

মালদার বামনগোলা ব্লকের মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলোনি এলাকা। এই গ্রামে বসবাস করে প্রায় ১০০-র বেশি পরিবার। তাদের জন্য এমজিএনআরজিএসের অধীন মুরগির খামার তৈরির প্রকল্পের বরাত আসে। সেই মতো এলাকায় বাড়ি বাড়ি মুরগির খামার তৈরির প্রকল্প নেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সেখানে ৮-১০ হাজার টাকায় মুরগির খামার তৈরি করা হয়েছে। চারটি পিলার,ওপরে টিন ও পাশে নেট দেওয়া হয়েছে । অথচ একটি ঘরের জন্য বরাদ্দ করা হয়েছে ১লক্ষ ৪১হাজার টাকা। অভিযোগ, বর্তমানে যেভাবে খামার তৈরি হয়েছে তাতে ১০হাজার টাকার বেশি খরচ হয় না। এমনই এক উপভোক্তা লালমনি সোরেন জানিয়েছেন, পঞ্চায়েতের পক্ষ থেকে তার বাড়ির ভেতর মুরগির ঘর বানানোর জন্য ১৪/৬ ফিটের ঘর তৈরি করা হয়। যেখানে দুদিকে দুটি পিলার করা হয়েছে ও বাকি নেট দেওয়া হয়েছে।
মাথার ওপর রয়েছে কয়েকটি টিন। তারা এখনও কোনও পারিশ্রমিক পাননি।
প্রতিটা ঘরে ১ লক্ষ ৪১ হাজার টাকা করে বিল করা হয়েছে। পাঁচটা টিনের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা। টিন লাগানোর স্ক্রুয়ের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। এই করে প্রায় ২ কোটি টাকা মেরে দিয়েছেন প্রধান ও তার সহযোগীরা। তিনি গোটা বিষয়টি নিয়ে বামন গোলা ব্লকের বিডিও ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রধান। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন বামনগোলা ব্লকের বিডিও।

spot_img

Related articles

হঠাৎ লালবাজারে জিতু কামাল! কী হল অভিনেতার

বেলা ১২টায় হঠাৎ করে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) হাজির অভিনেতা জিতু কামাল (Jitu Kamal)। ব্যাপর কী!...

ধর্মনিন্দা! মা কালীর পাশে মোদির ছবি দিয়ে কলুষিত করায় ধুইয়ে দিল তৃণমূল

প্রায় এক বছর পরে ঘটা করে বিজেপির রাজ্য সভাপতি নাম ঘোষণা করা হল। মঞ্চে উপস্থিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

দ্বিতীয় টেস্ট চলাকালীনই বোর্ডের নিয়ম ভঙ্গ জাদেজার

বেশ কয়েকদিন পর ফের বড় রান পেয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৮৯ রানের ইনিংস খেলেছিলেন...

বৃষ্টি-বন্যা-ধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ, মৃত ৬৯, ঘরছাড়া হাজারের বেশি

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Paradesh)। মুষলধারে বৃষ্টি (Heavy Rain)-বন্যা-ধসের জেরে এ রাজ্যের জেলায় জেলায় ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে।...