Monday, August 25, 2025

বিধায়কের মৃত্যু নিয়ে প্রথমেই চড়া সুরে খেলবেন না, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

একজন বিধায়কের রহস্যমৃত্যু। গলায় দড়ি দিয়ে ঝোলা মরদেহ।

অত্যন্ত খারাপ ঘটনা।
বড় খবরও বটে।
দাবি, রাজনীতি, প্রতিবাদ, বিতর্ক শুরু।

যদি এটা হত্যাই হয়, খুনিদের শাস্তি দাবি করি।
যদি আত্মহত্যাও হয়; কারণ সামনে আসুক।

কিন্তু এই মৃত্যু নিয়ে যাঁরা এখনই রাজ্য সরকারের বিরুদ্ধে চড়া সুরে খেলছেন, তাঁদের বলি, সময় তো অনেক আছে। এখনই এতটা চালিয়ে না খেলাই ভালো। এই পরিস্থিতিতে রাজনৈতিক আক্রমণের অভিমুখ তৃণমূলকে করা সহজ। সিবিআই দাবি সহজ। কিন্তু বোধহয় একটু ধরে খেলা ভালো।

মনে পড়ছে রমজান আলি খুনের ঘটনা।
এম এল এ হস্টেলে এম এল এ খুন।
তিনি ফরওয়ার্ড ব্লকের ছিলেন।
সেই সময় উত্তরবঙ্গের ওই এলাকায় সিপিএম বনাম ফরওয়ার্ড ব্লক মারামারিও চলছিল।
ভরা বাম জমানা।
রমজানসাহেবের দেহ তখনও ঘরে। তৎকালীন ডিসিডিডি গৌতম চক্রবর্তী তদন্ত করছেন।
দোতলায় মানস ভুইঞার ঘরে বসে কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বাংলা বনধের সিদ্ধান্ত নিয়ে নিলেন।
অভিযোগ, সিপিএম খুন করিয়েছে।
ফরওয়ার্ড ব্লক তাতে ধুনো দিল।
বনধ হয়ে গেল। 356 জারির দাবি হল। সিবিআই চাওয়া হল।
ফরওয়ার্ড ব্লকও বলল রাজনৈতিক হত্যা।
বিরোধীদের বক্তব্য, শরিকি লড়াই।
সর্বত্র শিরোনাম এই বিষয়টা।

এবং শেষে দেখা গেল এই খুন নিতান্ত ব্যক্তিগত।
রমজানের স্ত্রীর সঙ্গে সচিবের প্রেম।
সেটি জানাজানি, অশান্তি থেকেই খুন।
ধরা পড়ে যান দুজনেই।

ফলে, এবারও, নির্দিষ্ট উপসংহার আর অভিযোগের আগে একটু সময় যাক।
তদন্ত হোক।
রাতে বিধায়ককে ডাকা হল, তিনি গেলেন এবং তারপর ঝুলন্ত দেহ মিলল, এ বড় কম কথা নয়।
তৃণমূল এত বড় ঝামেলা ডেকে আনবে, এটা অঙ্কে মেলে না।
বিধায়ক 2016তে কং-বাম জোটের প্রার্থী; পরে বিজেপিতে। তাঁর বৃত্তটি সম্পর্কে বা সমীকরণগত শত্রু সম্পর্কে বিস্তারিত জানা নেই।

ঘটনা মারাত্মক।
যদি খুন হয়ে থাকেন, দোষীদের ধরা হোক, যে দলেই তারা থাকুক।

আমার শুধু বক্তব্য, প্রথমেই রাজনীতির ব্যাট চালিয়ে না খেলে একটু দেখুন। নজর রাখুন। জানার চেষ্টা হোক কী হয়েছিল।
‘তৃণমূল জবাব দাও’ মিছিলের সময় তো আর পালিয়ে যাচ্ছে না।

প্রয়াত বিধায়কের আত্মার শান্তি কামনা করি।

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...