Monday, January 12, 2026

ফের মেডিক্যাল কলেজে মাটিতে কাতরালো করোনা আক্রান্ত বৃদ্ধা, উধাও স্বাস্থ্য কর্মীরা

Date:

Share post:

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের একই অমানবিক দৃশ্যের পুনরাবৃত্তি ।
এমার্জেন্সির বাইরে প্রায় ঘন্টাখানেক পড়ে থাকলেন ৭০ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধা।  শ্বাসকষ্টে কাতরালেন অ্যাম্বুল্যান্সেই। যদিও বা কোনওরকমে তাকে ভর্তি করা সম্ভব হল, স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার কোনও স্বাস্থ্য কর্মীর দেখা মিলল না। অগত্যা মাটিতেই পড়ে রইলেন তিনি। প্রায় ঘন্টাখানেক পরে নিজেই উঠে কোনও রকমে খুঁড়িয়ে হেঁটে, অসুস্থ শরীরটা টেনে নিয়ে গেলেন ভিতরে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , দীর্ঘ সময় বৃদ্ধা মাটিতে পড়ে থাকলেও হাসপাতালের কোনও স্বাস্থ্যকর্মী সাহায্য করার জন্য এগিয়ে আসেননি।
তাই প্রশ্ন উঠেছে, কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি যদি এই হয়, তবে অন্যান্য হাসপাতালের কী হাল?
জানা গিয়েছে , ৭০ বছরের নীলাবালা পালের বাড়ি বিরাটিতে। গত কয়েক দিন ধরে অসুস্থতা বাড়ায় বৃদ্ধাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করা হয়। আজ সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তড়িঘড়ি তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ততক্ষণে শ্বাসকষ্ট শুরু হয় বৃদ্ধার । কিন্তু মেডিক্যাল কলেজে পৌঁছেও দীর্ঘ সময় ধরে অ্যাম্বুল্যান্সের মধ্যেই পড়ে থাকার পর কোনও মতে অ্যাম্বুল্যান্স থেকে হামাগুড়ি দিয়ে নিজেই নামেন মাটিতে। তার পরে সেখানেই শুয়ে পড়েন। সঙ্গে পরিচিত কেউ ছিলেন না। ফলে ঘন্টাখানেক পর নিজেই লাঠিতে ভর দিয়ে ভিতরে যান।
কোভিড হাসপাতাল করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালকে। তার এই হাল দেখে উদ্বিগ্ন অন্যান্য রোগীর আত্মীয়রা ।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...