প্রায় একমাস হাসপাতালে চিকিৎসা চলার পরে বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল শ্রীরামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর পিনাকী ভট্টাচার্য। ‘গুন্ডা দা’ নামেই পরিচিত ছিলেন এই তৃণমূল নেতা। ২০১৫ সাল থেকে কাউন্সিলর।

ত্রাণ বিলি করতে গিয়েই তিনি কোভিড আক্রান্ত হন বলে সূত্রের খবর। তারপর থেকেই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তাঁর স্ত্রী, পুত্র আক্রান্ত হলেও, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রাজা রামমোহন রায়ের মামাবাড়ি সূত্রে বংশধর পিনাকী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন।দীর্ঘদিনের তৃণমূল নেতার প্রয়াণে শোকের ছায়া জেলায়।
