ফের বেলাগাম বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এবার বিজেপি কর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার নিদান দিলেন তিনি। বীরভূমের ময়ুরেশ্বরে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে এমনই হুঁশিয়ারি দেন জেলা তৃণমূল সভাপতী। সভা মঞ্চ থেকে কথোপকথনের সময় নিজস্ব ভঙ্গিতে অনুব্রত বলেন, “হাত-পা নেই নাকি তোদের।বেরিয়ে পাগুলো ভেঙে দিলি না। ইয়ার্কি বটে”। এমনিভাবে বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রুখে দাঁড়ানোর নির্দেশ দেন অনুব্রত মণ্ডল। আর এই নিয়ে ফের চর্চা রাজ্য রাজনীতিতে।
