সংক্রমণ রুখতে রাজ্যকে একগুচ্ছ পরামর্শ নোবেলজয়ীদের

রোজ বাড়ছে কোভিডের দাপট। বাড়ছে আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় রাজ্যকে একগুচ্ছ পরামর্শ দিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড।

তাঁদের পরামর্শ, যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হোক। উপসর্গহীন হলে বা কম উপসর্গ থাকলে হাসপাতালের বদলে রোগীদের কমিউনিটি কেয়ার সেন্টারে রা্খার প্রস্তাবও দিয়েছে বোর্ড।

Previous articleফের বেলাগাম অনুব্রত, হাত-পা ভেঙে দেওয়ার নিদান
Next articleআইলিগের তারকা স্ট্রাইকার প্লাজাকে তুলে নিয়ে চমক মহামেডানের