Friday, August 22, 2025

ব্যতিক্রমের প্রচারে যেন হাসপাতালের লড়াই ঢাকা না পড়ে। কুণাল ঘোষের কলম।

Date:

Share post:

কুণাল ঘোষ

করোনা চিকিৎসায় সম্প্রতি শীর্ষে আসছে নানা খবর।
1) হাসপাতালের বেড সমস্যা।2) একাধিক হাসপাতালে ঘুরে মৃত্যু।
3) মৃত্যুর খবর আত্মীয়ের সময়মত জানতে না পারা।

এই ঘটনাগুলি ঘটছে। বাস্তব।
মানুষের স্বার্থে এই খবরের প্রচার দরকার। যাতে সবার নজরে পড়ে। যাতে সাবধান হওয়া যায়।

কিন্তু, এটাও মানতে হবে, এই হাসপাতালগুলিতেই চিকিৎসা চলছে অসংখ্য মানুষের। সুস্থতার হার বাড়ছে।
সরকার বেড বাড়াচ্ছেন।
ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা আপ্রাণ লড়াই দিচ্ছেন।

এতবড় বিপদের জন্য কেউ তৈরি ছিল না। সারা বিশ্বের প্রথম অভিজ্ঞতা। বড় বড় দেশ হিমশিম খাচ্ছে। আমাদের অন্য রাজ্য টাল খাচ্ছে।

এই যুদ্ধকালীন সময়ে একটি ভুলও দুর্ভাগ্যজনক। কিন্তু একটি ভুল শেষ কথা নয়। ব্যতিক্রম আসলে নিয়মেরই প্রমাণ করে।

ভুল হলে খবর ছাপা হবে।
কিন্তু তার মানে কখনই মূল ব্যাপক লড়াইটাকে অস্বীকার করা নয়।
যাঁরা বিপদের ঝুঁকি নিয়ে প্রাণপাত করছেন, তাঁদের লড়াইকে স্যালুট।

যাঁরা দুএকটি ভুল বা অঘটনকেই শুধু প্রচারে রাখছেন, একমত নই।

আবার যাঁরা সরকারের গুণ গাইতে ভুলগুলিকে ব্ল্যাকআউট করছেন, তাঁদের ধিক্কার জানাই।
মূল লড়াইকে কুর্নিশ জানিয়েই অঘটনের যথাযথ উল্লেখ থাকা দরকার।

আমার প্রস্তাব:
1) হাসপাতালগুলির সামনে সহায়তাক্যাম্প শুরু হোক। সরকার করুক। রাজনৈতিক দল করুক। দূর থেকে আসা অসহায় মানুষের যেন হয়রানি না হয়। স্থানীয় সাংসদ, বিধায়করা নজরদারি করুন।

2) হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ হাসপাতালের যেখানে বড় ভবন আছে, অবিলম্বে তার একাংশে আপৎকালীন করোনা ওয়ার্ড করা হোক। এতে কলকাতার মধ্যেও অনেক জায়গা বেরোবে।

3) বেসরকারি হাসপাতালের উপর কঠোরতম নজরদারি হোক। হয়রানি থেকে বিপুল খরচ; বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ আসছে। বাড়ছে।

আসলে করোনা রোগের থেকেও এখন মানুষ ভয় পাচ্ছেন তার চিকিৎসাজনিত হয়রানিকে।
সরকার এই দিকটা দেখুক।

 

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...