Saturday, December 6, 2025

Exclusive: ইস্টবেঙ্গলে লগ্নি? সিঙ্গাপুর থেকে প্রসূনের সাক্ষাৎকার

Date:

Share post:

ইস্টবেঙ্গল ক্লাবে প্রস্তাবিত লগ্নি নিয়ে কী বলছেন USEL কর্ণধার প্রসূন মুখোপাধ্যায়? সিঙ্গাপুরে আছেন তিনি। ফোনে কথা বলেছেন এখন বিশ্ব বাংলা সংবাদের সম্পাদক অভিজিৎ ঘোষ।

প্রশ্ন: ইস্টবেঙ্গলে লগ্নি করছেন?
প্রসূন: হ্যাঁ। নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বাকিটা আইনজীবীরা দেখছেন।

প্রশ্ন: টাকা দিতে আপনারা প্রস্তুত?
প্রসূন: টাকা এক্ষেত্রে সমস্যা নয়।

প্রশ্ন: কেন ইস্টবেঙ্গল?
প্রসূন: মোহনবাগান , ইস্টবেঙ্গল ছাড়া ফুটবল হয় না। মোহনবাগান তাদের ব্যবস্থা করে নিয়েছে। ইস্টবেঙ্গলের সহযোগিতা দরকার। শতবর্ষপ্রাচীন ঐতিহ্যের ক্লাব। বিষয়টি আমাকে বলা হয়েছিল। আমি মনেপ্রাণে চাই ইস্টবেঙ্গল মাথা উঁচু করে এবার আই এস এল খেলুক। আর নীতুবাবুর ( দেবব্রত সরকার) চেষ্টা এবং কথা আমার ভালো লেগেছে। এরকম কর্তা ক্লাবের সম্পদ।

প্রশ্ন: আশিয়ান কাপের সময় আপনি বিদেশে ইস্টবেঙ্গলের পাশে ছিলেন।
প্রসূন: ( হেসে) খুব ভালো অভিজ্ঞতা ছিল। জানেন তো সবাই।

প্রশ্ন: আপনি কত শতাংশ শেয়ার এবার নেবেন?
প্রসূন: এসব বলার সময় আসেনি। আইনজীবীরা দেখছেন। নীতিগত সিদ্ধান্ত আর টাকা রেডি। কিন্তু আইনকানুনগত পদ্ধতিগুলো আইনজীবীরাই দেখছেন। আমরা কিছু চাইছি। ওরা কিছু বলছেন। দেখা যাক কী দাঁড়ায়।

প্রশ্ন: কোনো কোনো মিডিয়া লিখেছে এখানে আপনার সঙ্গে সালিমগোষ্ঠীর লগ্নি থাকবে?
প্রসূন: এটা কোনো প্রশ্ন নয়। আমি নিজে থাকব। আর আমার সহযোগী যে কোনো বৈধ আইনি সংস্থা থাকতে পারে। সে যেই হোক। ফলে এই প্রশ্ন আমার কাছে অপ্রাসঙ্গিক। কারা মন খুলে টাকা দিয়ে ইস্টবেঙ্গলকে এই জটিল পরিস্থিতিতে পাশে থাকছে, সেটাই আসল কথা।

প্রশ্ন: তাহলে এখন বিষয়টা ঠিক কোন্ পর্যায়ে আছে?
প্রসূন: আইনজীবীরা দেখছেন। আমরা আমাদের কোম্পানির স্বার্থে কী চাই, তথ্যবিনিময়, কাঠামো তৈরির কাজ- এইসব চলছে।

প্রশ্ন: এটা কী এবার ম্যাচিওর করবেই?
প্রসূন: আশা করি করবে। কিন্তু টার্মস কণ্ডিশনস, তথ্যবিনিময় স্পষ্টভাবে শেষ না হলে বলব কী করে? আমাদের বলা হয়েছে একদম শেষে। হাতে সময়ও নেই। আমি সিঙ্গাপুরে আটকে। কাজ করাটাও এভাবে কঠিন। তবে নীতুবাবু বা আমাদের সদিচ্ছা আছে। দেখা যাক।

প্রশ্ন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইস্টবেঙ্গলের পাশে থাকছেন।
প্রসূন: নীতুবাবু বলেছেন। ভালো তো। বাংলার ক্লাব। বাংলার সবাই পাশে থাকুন। আর মুখ্যমন্ত্রী নিজে থাকা তো খুবই ভালো।

প্রশ্ন: আপনারা ঠিক কী কী চাইছেন?
প্রসূন: সেটা আপনাদের বলব কেন? আপনাদের সঙ্গে তো চুক্তি করতে যাচ্ছি না।( হেসে)। এই পর্যন্তই থাক।

 

spot_img

Related articles

বালুরঘাট আদালতে ৫ বছরে ১৫-র বেশি দোষীর যাবজ্জীবন, বিরোধীদের অভিযোগ ধোপে টিকল না

বালুরঘাট (Balurghat)আদালতের পাঁচ বছরে ১৫-র বেশি আসামীর যাবজ্জীবন। যে সময় বিরোধীরা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে সুর চড়াচ্ছেন ঠিক সেই...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৬ ডিসেম্বর (শনিবার) ২০২৫   ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৮৯৫ ₹ ১২৮৯৫০ ₹ খুচরো পাকা সোনা ১২৯৬০...

৭৫২ দিন পর ওডিআইতে টস জয় ভারতের, রাহুলের মুখে চওড়া হাসি

৭৫২ দিন, ২০ ম্যাচ পর অবশেষে একদিনের ক্রিকেটে টস জিতল ভারত। বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে...

বীরভূমের বাড়িতে পৌঁছলেন সোনালি, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

শুক্রবারই দেশে ফিরেছিলেন। আর তখন থেকেই মেয়ের ঘরে ফেরার জন্য অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করছিল অন্তঃসত্ত্বা সোনালি খাতুনের (Sunali...