ফের কেঁপে উঠল পৃথিবীর মাটি। শুক্রবার সকাল ৮.২০ মিনিটে ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৩। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল পাপুয়া নিউ গিনির পূর্ব ও পূর্ব-পশ্চিম দিক থেকে ১৮ কিমি দূরে ওয়াউ এলাকায়। মাটি থেকে ৮৫.২ কিমি গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। যদিও এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। উপকূলবর্তী এলাকায় সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। পাপুয়া নিউ গিনি দ্বীপপুঞ্জের ওয়াউ দ্বীপের উপকূল থেকে প্রায় ৩০০ কিমি পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
