Sunday, August 24, 2025

যাত্রী চাইলে বিমানে খালি রাখা হবে পাশের আসন! দেখুন কোন সংস্থা দিচ্ছে সুবিধা…

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে থাকতে হবে সতর্ক । সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। এই দিকটি বিবেচনা করে ঠিক হয়, বিমানে যাত্রীর পাশের আসন খালি রাখা হবে। অর্থাৎ, মাঝের আসন ফাঁকা থাকবে। কিন্তু বিভিন্ন বিমানসংস্থা আপত্তি করায় পরে সেই নিয়ম বাতিল করে কেন্দ্র। তবে অনেক যাত্রীই চান পাশের আসন খালি রাখা হোক। এই সুবিধা এবার চাইলেই পাওয়া যাবে ইন্ডিগো বিমানে। মহামারির সময়ে কোনও যাত্রী নিজের বাড়তি নিরাপত্তা চাইলে, পাশাপাশি দু’টি আসনের টিকিট একার জন্য কাটতে পারবেন। ২৪ জুলাই থেকে এই সুবিধা কার্যকর হবে।

দেশে প্রথম এমন সুবিধা চালু করল ইন্ডিগো বিমান সংস্থা। অবশ্য সেই টিকিট কোনও ট্রাভেল পোর্টাল, ইন্ডিগো কল সেন্টার কিংবা বিমান বন্দরের কাউন্টার থেকে পাওয়া যাবে না। একমাত্র ইন্ডিগো-র ওয়েবসাইট থেকেই টিকিট কাটতে হবে। তবেই মিলবে এই নতুন সুবিধা। বিমান সংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, যাত্রীর পাশের যে আসনটি ফাঁকা রাখা হবে তার জন্য অতিরিক্ত ভাড়া মূল সিটের ভাড়ার চেয়ে ২৫ শতাংশ পর্যন্ত বেশি হবে।

ইন্ডিগো জানিয়েছে, গত ২০ থেকে ২৮ জুন সময়ের মধ্যে একটি সমীক্ষা চালানো হয় সংস্থার তরফে। সেই সমীক্ষা করা হয় ২৫ হাজার যাত্রীর মধ্যে। সমীক্ষায় দেখা গিয়েছে, বিমান সফরের সময়ে নিরাপদ দূরত্ববিধি বজায় রাখা নিয়ে একটা বড় অংশের যাত্রীরই চিন্তা রয়েছে। যাত্রার সময়ে পাশের যাত্রীটি বিমানের ভিতরে দূরত্ববিধি মানবেন কি মানবেন না, তা নিয়ে অনেকেই সংশয়ী। এই সমীক্ষার পরেই এমন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো।
এই বিষয়ে ইন্ডিগোর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড রেভিনিউ অফিসার সঞ্জয় কুমার জানিয়েছেন, যাত্রীদের সুবিধা-অসুবিধার দিকটি মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছে। অনেক যাত্রীই পাশের আসনের টিকিট ফাঁকা রাখার জন্যই বুক করতে চাইছেন। সেই সব যাত্রীদের কথা মাথায় রেখেই অনুরোধ খতিয়ে দেখে অতিরিক্ত সুরক্ষার স্বার্থে এক যাত্রীর নিজের জন্য পাশাপাশি দু’টি টিকিট বুক করার বন্দোবস্ত করা হচ্ছে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...