Thursday, November 6, 2025

সংক্রমণ ঠেকাতে বাজারের সময়সীমা বেঁধে দেওয়া হল আসানসোল ও দুর্গাপুরে, ছাড় জরুরি পরিষেবায়

Date:

Share post:

আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে । সংক্রমণ ঠেকাতে এবার নেওয়া হল বিশেষ ব্যবস্থা। আসানসোল মহকুমায় আংশিক লকডাউন ঘোষণা করল মহকুমা প্রশাসন। সোমবার সকাল থেকে বাজার খোলা রাখার সময় বেঁধে দিয়েছে তারা। আসানসোলের পাশাপাশি দুর্গাপুরেও একই নির্দেশিকা জারি করা হয়েছে। দুর্গাপুরে সোমবার থেকে বন্ধ রাখা হচ্ছে মিনিবাস পরিষেবাও।
আসানসোলের মহকুমাশাসক দেবজিৎ গঙ্গোপাধ্যায় বাজার খোলা রাখা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রবিবার। সেই নির্দেশিকায় বলা হয়েছে, সবজি বাজার ও মল সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখা যাবে। এই তালিকার বাইরে রাখা হয়েছে ওষুধের দোকান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এবং জরুরি পরিষেবা।

হোটেল ও রেস্তোরাঁ খোলা রাখার ব্যাপারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এগুলি খোলা রাখা যাবে তবে বসে খাওয়াদাওয়া করা যাবে না বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র হোম ডেলিভারি করার অনুমতি দেওয়া হয়েছে।
মহকুমা প্রশাসনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য মহকুমায় ভাইরাস সংক্রমণের হার ক্রমেই বৃদ্ধি পেয়েছে। সেই কারণে প্রশাসন বাধ্য হচ্ছে দোকান ও বাজার খোলা রাখার ওপর বিধিনিষেধ আরোপ করতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসানসোলের শহর ও গ্রামাঞ্চলে এই নির্দেশ কার্যকর থাকবে।

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...