সংক্রমণ সতর্কতা: বন্ধ শ্রাবণী মেলা, তারকেশ্বর মন্দির

মারণ ভাইরাস সংক্রমণে বন্ধ হল বাংলার আরও এক ধর্মীয় অনুষ্ঠান। সোমবার, শ্রাবণ মাসের প্রথম দিন। এদিন থেকেই প্রতি বছর বসে শ্রাবণীমেলা। তবে এবার সংক্রমণের আশঙ্কায় হুগলি জেলা গ্রামীণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রাবণী মেলা ও তারকেশ্বর মন্দির বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ বিষয়টি জানিয়ে বিভিন্ন জায়গায় রাস্তার উপর লাগানো হয়েছে হোডিং ও ব্যানার।

Previous articleউড়ান ব্যবস্থার পথিকৃৎ রাবণ! দাবির স্বপক্ষে গবেষণা শুরু শ্রীলঙ্কায়
Next articleসংক্রমণ ঠেকাতে বাজারের সময়সীমা বেঁধে দেওয়া হল আসানসোল ও দুর্গাপুরে, ছাড় জরুরি পরিষেবায়