অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণের সূচনা হবে আগামী ৫ অগাস্ট। ওইদিন ভূমিপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট গত শনিবারই প্রধানমন্ত্রীর কাছে উদ্বোধনের আবেদন জানিয়ে প্রস্তাব নেয়। ৫ অগাস্টের জন্য সম্মতি দেন প্রধানমন্ত্রী। এরপরই নাম না করে মোদিকে কটাক্ষ করেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। তিনি বলেন, গোটা দেশ করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করতে ব্যস্ত। অর্থনৈতিক সংকট চলছে। এখন মন্দির নিয়ে মাতামাতি না করে চলতি সংকটের মোকাবিলা করার সময়। রাম মন্দির করোনা সংকট দূর করতে পারবে না। পাওয়ারের সুরে সুর মিলিয়ে একইভাবে মোদির সমালোচনা করেছে কংগ্রেসও। কিন্তু মজার বিষয়, এনসিপি ও কংগ্রেস যখন এই ইস্যুতে বিজেপির সমালোচনা করছে তখন মহারাষ্ট্রে এই দুই দলেরই জোট শরিক শিবসেনার সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোয় অংশ নেবেন বলে জানিয়েছেন। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, আমরা এখনও আমন্ত্রণ পাইনি। তবে আমন্ত্রণ না পেলেও আমরা অযোধ্যা যাব। কারণ রাম মন্দির নির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে শারদ পাওয়ারের মন্তব্য নিয়ে বিজেপি নেত্রী উমা ভারতীর তির্যক মন্তব্য, এনসিপি নেতা আসলে রামের বিরুদ্ধে বলেছেন, মোদিকে কিছু বলেননি।
