চোপড়ায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই সরব হল তৃণমূল। এই মৃত্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুলল শাসকদল। ধর্ম নিয়ে রাজনীতি করার পরে, এবার মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমেছে বলে বিজেপিকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল।
এদিকে চোপড়ায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু-সহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। চোপড়ায় মৃত ছাত্রীটিকে গণধর্ষণ করা হয়েছিল, এমন সব অভিযোগ করেছিলেন স্থানীয়রা। পুলিশ জানিয়ে দিয়েছে যে, কিশোরীর শরীরে কোনও যৌন নির্যাতন বা আঘাতের চিহ্ন মেলেনি। দেহের ময়নাতদন্তের পর জানা গেছে, বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে। অথচ রবিবার রাতে চোপড়া সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এই কিশোরীর মৃত্যুর তদন্ত ও অপরাধীদের গ্রেফতার করার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। সোমবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখা দেয়। হাসপাতলে যান স্থানীয় বিজেপি নেতারা। ইতিমধ্যেই পুলিশ এলাকায় মৃত্যু ছাত্রীর দেহ নিয়ে গিয়েছে। এই দিন সকালে এলাকায় বিজেপিকে মিছিল করতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ।
