আরও একমন্ত্রী পরিবারে মারণ ভাইরাসের থাবা। এবার আক্রান্ত পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। আক্রান্ত ইয়াসিরের চিকিৎসা চলছে বাড়িতেই। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ফিরহাদ হাকিমের অনেক সমাজসেবামূলক কাজ এবং চেতলা অগ্রণীর দুর্গাপুজোয় সক্রিয় ভূমিকা নেন তাঁর জামাই।

এমন একজন প্রাণচঞ্চল যুবক নিজের ফেসবুক পেজে লিখেছেন, কড়া ওষুধের প্রভাবে আপাতত বেশিরভাগ সময়েই ঘুমোচ্ছেন। তাই বেশিরভাগ ফোনকলই গ্রহণ করতে পারছেন না। তবে আপাতত তিনি ভাল আছেন। পোস্টে তিনি লেখেন, “আশা করি আমি শীঘ্রই এই যুদ্ধ জয় কররব এবং ‘কোভিড যোদ্ধা′ হিসেবে বিজয়ী হব।” তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আত্মীয়-বন্ধুরা যে প্রার্থনা করছেন, তার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
