মহামারির আবহে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছরের মতো স্থগিত করেছে আইসিসি।
এর ফলে আইপিএল আয়োজনের ভাবনা আরও গতি পাবে।
বিসিসিআই চায়, পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই হোক, ২০২২-এর প্রতিযোগিতা হোক অস্ট্রেলিয়ায়। আবার অস্ট্রেলিয়াও আর্জি জানিয়েছে, সামনের বছরের বিশ্বকাপ হোক তাদের দেশে, পরেরটা করুক ভারত। এ নিয়ে সৌরভদের সঙ্গে অজিদের লড়াই তুঙ্গে । বিসিসিআই চায় না, পর-পর দু’বছর দু’টি বিশ্বকাপ হোক ভারতে। সেক্ষেত্রে স্পনসর নিয়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা । জানা গিয়েছে, নতুন আইসিসি প্রধান এবং নতুন কমিটি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
২০২৩-এ ভারতে অনুষ্ঠেয় পঞ্চাশ ওভারের বিশ্বকাপ বছরের শুরুর না হয়ে শেষে হবে। একটা বিষয় আইসিসি নিশ্চিত করে দিয়েছে, ২০২১ এবং ২০২২-এর অক্টোবর-নভেম্বরে পর-পর দু’বছর দু’টি কুড়ি ওভারের বিশ্বকাপ হবে। আবার ২০২৩-এ ৫০ ওভারের বিশ্বকাপ। অর্থাৎ, তিন বছরে তিনটি বিশ্বকাপ। যার দু’টি দেখা
যাবে ভারতে।
অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু মেলবোর্নের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসে করোনা বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের মতো মহাযজ্ঞ আয়োজনের ব্যাপারে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড এবং সে দেশের সরকারেরও খুব সায় নেই।
