একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে তৃণমূলনেত্রী একহাত নিলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। বললেন গুজরাট বাংলা চালাবে? ভেবেছেটা কী? হতে দেবো না। গুজরাট চালাবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশকে। ঘোড়া কেনাবেচা করে কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশ কিনে নেবে। ভেবেছ বাংলাকেও কিনবে! সব রাজ্য শাসন করতে চাইছে বিজেপি। তাহলে আর নির্বাচন কমিশন রেখে লাভ কী? ওয়ান নেশন ওয়ান পার্টি করতে চাইছে কেন্দ্র। তবে রাজনৈতিক দলের দরকার কী? এটাই করতে চাইছেন তো? হতে দেবো না। আমি জানি, কাল থেকে এরপর আমার ওপর আরও অত্যাচার শুরু করবে। কিন্তু আমি ভয় পাই না। ঊনিশে কয়েকটা আসন পেয়ে লম্ফঝম্পও শুরু করেছে। সব লম্ফঝম্পও শেষ হয়ে যাবে। মানুষ ওদের লাফঝাঁপ বন্ধ করে দেবে।
