প্রায় দেড় মাস পরে ফের রাজ্যজুড়ে লকডাউন। সকাল ৬টা থেকে রাত ১০টা। জেলাজুড়ে কড়াকড়ি চোখে পড়েছে। বিভিন্ন জেলায় চলছে পুলিশের তল্লাশি। কোনও কারণ ছাড়া কেউ রাস্তায় বের হলে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। শহরগুলির এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট সিল করে দেওয়া হয়েছে। কলকাতা শহরের একাধিক রাস্তায় ব্যারিকেড এবং গার্ড রেল বসানো হয়েছে। উত্তর-দক্ষিণ দুই কলকাতাতেই গাড়ি থামিয়ে থামিয়ে নাকা চেকিং চলছে। শহর এবং রাজ্যের প্রায় সব জায়গায় রাস্তাঘাট কার্যত ফাঁকা। ফের ২৫ এবং ২৯ জুলাই সম্পূর্ণ লকডাউন হবে।
