Sunday, November 9, 2025

ভাইরাস সংক্রমিত হতে পারেন বলেই জামিন পেলেন সুমন চট্টোপাধ্যায়  

Date:

Share post:

ভাইরাস সংক্রমণের সম্ভাবনা অন্য বন্দিদের থেকে তাঁর বেশি থাকায় আই-কোর চিটফান্ডকাণ্ডে জামিন পেলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। বুধবার রায়ে ঠিক এ কথাই উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। শীর্ষ আদালতে জামিনের সওয়ালে বলা হয়, হৃদযন্ত্রের সমস্যা ও ফুসফুসে সংক্রমণ নিয়ে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন সুমনবাবু৷ শীর্ষ আদালতের বিচারপতি ফালি নরিমান, বিচারপতি নবীন সিনহা ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়
ভিডিও কনফারেন্সিংয়ে এই মামলা শুনেছেন৷

২০১৮ সালের ২০ ডিসেম্বর আই-কোর চিটফান্ড মামলায় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে CBI গ্রেফতার করেছিলো সিবিআই। তখন তিনি ‘এই সময়’ সংবাদপত্রের সম্পাদক ছিলেন তিনি। যদিও পরে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ CBI সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ডের টাকা অন্যত্র সরাতে সাহায্য করার অভিযোগ এনেছে৷ গ্রেফতার করার পর CBI সুমনবাবুকে ভুবনেশ্বর নিয়ে যায়। ফলে একদম প্রথম থেকে তিনি ভুবনেশ্বরে বন্দি ছিলেন৷

অভিযোগ, সুমন চট্টোপাধ্যায় সম্পাদিত সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিল বেআইনি অর্থলগ্নি সংস্থা আই-কোর। এই সংস্থার টাকা ওই সংবাদপত্রে ঢালা হয়েছিলো৷ বেআইনি অর্থলগ্নি সংস্থা আই-কোর-এর জালিয়াতি প্রকাশ্যে আসতেই CBl তদন্ত শুরু করে৷ আই-কোর চিটফান্ড সংস্থা মালিক অনুকূল মাইতি গ্রেফতার হওয়ার পরেই সুমন চট্টোপাধ্যায়ের নাম জড়ায় ওই কেলেঙ্কারিতে। এরপর CBI একাধিকবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরার জন্য ডাকে সুমনাবাবুকে। ২০১৮ সালের ডিসেম্বরের ২০ তারিখে দফায় দফায় দীর্ঘক্ষণ জেরার পর CBI জানায়, সুমন চট্টোপাধ্যায় তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন করছেন৷ এই অপরাধে সেদিনই এই সাংবাদিককে CBI গ্রেফতার করে ৷

এদিকে সূত্রের খবর, শীর্ষ আদালতের মঞ্জুর করা
জামিনের ভিত্তিতে তিনি বন্দিদশা কাটাতে পারবেন কি’না, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ এর কারণ দ্বিতীয় একটি মামলায় সুমনবাবুর বিরুদ্ধে প্রোডাকশন- ওয়ারেন্ট জারি হয়ে আছে বলে জানা যাচ্ছে। এখন CBI যদি দ্বিতীয় মামলায় তাঁকে হেফাজতে চায়, সেক্ষেত্রে আদালতে সিদ্ধান্ত কী হবে, সেটাই এখন দেখার৷ কারন দ্বিতীয় মামলায় জামিন না হওয়া পর্যন্ত বা আদালত ওই প্রোডাকশন- ওয়ারেন্ট খারিজ না করা পর্যন্ত সুমনবাবুর ‘মুক্তপুরুষ’ হওয়া একটু কঠিন৷ তবে এবিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি।

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...