করোনার থাবা থেকে মুক্তি নেই। বরং, যতদিন যাচ্ছে মারণ ভাইরাসের প্রকোপ ততই বাড়ছে। সারা দেশের মতো বাংলার চিত্রটাও একই। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,২১৬ জনের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস। তার ফলে এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৩,৯৭৩ জন।

এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৩৫ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৯০। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৯,১৫৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,৮৭৩ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩,৫২৯।
