Sunday, August 24, 2025

অমানবিক! অ্যাম্বুল্যান্সে তোলার সময় পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যু, ভাইরাস আতঙ্কে কেউ কাছে গেল না

Date:

Share post:

প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা হচ্ছে রোগীকে । অ্যাম্বুল্যান্সে তোলার সময় হঠাৎ বৃদ্ধ রোগী মাটিতে পড়ে যান। কিন্তু ভাইরাস আক্রান্ত সন্দেহে কেউ এগিয়ে এলেন না! মৃত্যু হল বৃদ্ধের। শুধু তাই নয়, মৃত্যুর পর দেহ বেশ কিছুক্ষণ ওই অবস্থাতেই পড়ে থাকল মাটিতে! এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল বনগাঁ হাসপাতাল।

জানা গিয়েছে, শনিবার বিকেলে বনগাঁর বাসিন্দা ব্যবসায়ী মাধবনারায়ণ দত্তকে শ্বাসকষ্টের সমস্যার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। ভাইরাসের উপসর্গ থাকায় তাঁকে ভর্তি করা হয় হয় বিশেষ ওয়ার্ডে। মৃতের স্ত্রী জানিয়েছেন, ভর্তির কিছুক্ষণ পর থেকেই ক্রমশ তাঁর স্বামীর অবস্থার অবনতি হতে শুরু করে। সেই কারণে তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর মাধবনারায়ণ দত্তকে অ্যাম্বুল্যান্সে তোলার জন্য তাঁর স্ত্রী আলপনা দত্ত হাসপাতাল থেকে বের করতেই মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। আলপনাদেবী জানিয়েছেন, তাঁর পক্ষে স্বামীকে একা তোলা সম্ভব নয় দেখেও কেউ এগিয়ে আসেননি। দীর্ঘক্ষণ হাসাপাতালের বাইরে পড়ে থাকেন তিনি। দীর্ঘক্ষণ পর খবর পেয়ে চিকিৎসকরা আসেন এবং রোগীর মৃত্যু হয়েছে বলে জানান।
উল্লেখ্য, মাসখানেক আগে এমনই একটি ঘটনা ঘটে রাজ্যে। ওইদিন অ্যাম্বুল্যান্সে ওঠার আগে শৌচালযে যান বৃদ্ধ। বেরিয়ে আসার সময় পড়ে যান। তাঁর মেয়ে কাতর আবেদন জানালেও বৃদ্ধকে সংক্রমণের ভয়ে কেউ তুলতে এগিয়ে আসেননি। মৃত্যু হয় তাঁর। আবারও এমন নিন্দনীয় ঘটনার সাক্ষী থাকল রাজ্য।

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...